Abhishek Banerjee: 'বলেছিল বাংলায় সরকার ফেলে দেবে, নিজেদের সরকার বাঁচবে তো?' দিল্লি যাওয়ার আগে খোঁচা অভিষেকের

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের হয়ে যোগ দেবেন অভিষেক৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার আগে অবশ্য কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক৷ ভোট প্রচারে এসে বিজেপি নেতাদের দেওয়া হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিয়ে অভিষেকের কটাক্ষ, ‘বিজেপি এবার নিজেদের সরকার বাঁচাতে পারবে তো?’
মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের হয়ে যোগ দেবেন অভিষেক৷ সেই মতো এ দিন দুপুর একটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন তিনি৷
advertisement
অভিষেক এ দিন দিল্লি রওনা হওয়ার আগে বলেন, ‘বিজেপি নেতারা রাজ্যে ভোট প্রচারে এসে হুমকি দিয়েছিলেন, তিরিশটি আসন পেলেই নাকি আমাদের সরকার ফেলে দেবে৷ আজ আপনারা প্রশ্ন করছেন, বিজেপি নিজেদের সরকারই বাঁচাতে পারবে তো? আপনাদের প্রশ্নেই আপনার উত্তর রয়েছে৷ এই কারণেই আমি বলি, কখনও সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়৷ অভিষেক বলেন, কিংমেকার কেউ নন, দেশের জনতাই কিংমেকার৷ যাঁরা দ্রব্য মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক বিভাজন, বেকারত্বের বিরুদ্ধে ইভিএমে বোতাম টিপেছেন, তাঁরাই আসল কিংমেকার৷’
advertisement
তবে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি অভিষেক৷ তিনি বলেন, আগে দিল্লিতে যাই, বৈঠক হোক৷ তার পরে আপনাদের সব প্রশ্নের জবাব দেব৷’
কটাক্ষের সুরে অভিষেক আরও বলেন, ‘বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা দুশো আসন পার করার হুমকি দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী এবার বলেছিলেন, চারশো আসন পার করবেন৷ আমি বিজেপি নেতাদের অনুরোধ করব, প্রতিটি নির্বাচনের আগেই এরকম অবাস্তব ভবিষ্যদ্বাণী করতে৷ কারণ তাহলেই ফল আমাদের পক্ষে যায়৷’
advertisement
অযোধ্যায় তড়িঘড়ি রাম মন্দির তৈরি করে ভোট প্রচারে ঝাঁপিয়েছিল বিজেপি৷ যদিও সেই অযোধ্যাতেই লোকসভা ভোটে হারতে হয়েছে বিজেপিকে৷ এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘রাম মন্দির তৈরি করে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটি মানুষের কাছে গিয়েছিল বিজেপি৷ কিন্তু সেই অযোধ্যাতেই তাদের হারতে হল৷ এতেই প্রমাণিত, বিজেপির বিরুদ্ধে মানুষের রাগ কোন সীমায় পৌঁছেছিল৷ বিজেপি দাবি করেছিল, তারাই নাকি রামের প্রতিষ্ঠা করেছেন, মানুষ কী করে ভগবানের প্রতিষ্ঠা করবে? আমি শুধু বলব, প্রভু রামই ন্যায় এনেছেন৷’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: 'বলেছিল বাংলায় সরকার ফেলে দেবে, নিজেদের সরকার বাঁচবে তো?' দিল্লি যাওয়ার আগে খোঁচা অভিষেকের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement