Saumitra Khan: অভিষেকের প্রশংসা, মুখ খুললেন সুজাতাকে নিয়েও! ভোটে জিতেই বেসুরো সৌমিত্র৷?

Last Updated:

বিজেপি জয়ী প্রার্থীর দাবি, দলের রাজ্য নেতাদের একাংশের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার জেরেই বাংলায় বিজেপির আসন সংখ্যা ১২-তে নেমে এসেছে৷

অভিষেকের প্রশংসায় সৌমিত্র৷
অভিষেকের প্রশংসায় সৌমিত্র৷
বিষ্ণুপুর: কোনওক্রমে মানরক্ষা হয়েছে৷ প্রাক্তন স্ত্রী সুজাতার বিরুদ্ধে বিষ্ণুপুর কেন্দ্র থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার ভোটে জিতেছেন সৌমিত্র খাঁ৷ যদিও ভোটে জিতলেও নিজের দলের রাজ্য নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র৷ বরং বিষ্ণুপুরের জয়ী প্রার্থীর মুখে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা৷ এমন কি, দুর্দান্ত লড়াইয়ের জন্য প্রাক্তন স্ত্রী সুজাতারও প্রশংসা শোনা গিয়েছে সৌমিত্রের মুখে৷
ভোটে জিতলেও সৌমিত্র খাঁর বিস্ফোরক অভিযোগ, বাংলায় বিজেপির বিপর্যয়ের জন্য দায়ী দলেরই রাজ্য নেতৃত্ব৷ বিজেপি জয়ী প্রার্থীর দাবি, দলের রাজ্য নেতাদের একাংশের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার জেরেই বাংলায় বিজেপির আসন সংখ্যা ১২-তে নেমে এসেছে৷ ক্ষুব্ধ সৌমিত্র বলেন, অনভিজ্ঞ, অযোগ্যদের দায়িত্ব দিলে যা হওয়ার তাই হয়েছে৷ শুধু রাজ্য স্তরের নেতারা নন, জেলা স্তর, ব্লক স্তরের অনেক নেতাদের সঙ্গেই তৃণমূলের বোঝাপড়া হয়েছিল৷ কেন্দ্রীয় নেতৃত্ব যদি সাহায্য না করত তাহলে আমরা এই কটা আসনও পেতাম না৷ আরএসএস না থাকলে আমাদের ভোট তিরিশ শতাংশের নীচে নেমে যেত৷
advertisement
advertisement
তবে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কিছু বলতে চাননি সৌমিত্র৷ তাঁর মতে, ‘শুভেন্দুদা ভাল কাজ করেছেন, চেষ্টাও করেছেন৷ কিন্তু টিম তৈরি করতে পারেননি৷ সঙ্ঘ পরিবার ছিল বলে ভোটটা পেয়েছি৷’
এর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সৌমিত্র বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম তৈরি করেছিলেন, সেটা রাজ্যের অনেক বড় নেতাই ধরতে পারেননি৷ এই সিস্টেমের জন্যই ওরা জিতেছে৷ সেই জন্যই তৃণমূল এত ভাল ফল করেছে৷ ওরা যত পারছিল দেরি করছিল, আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল৷ প্রতিটা লোকসভার দুটো করে বিধানসভা টার্গেট করেছিলেন অভিষেক৷ এটা আমি ধরতে পেরেছিলাম৷ আমাদের এখানে যেমন ওঁর মুখে কোতুলপুরের কথা শুনে আমি পাশের বিধানসভা ইন্দাসে জোর দিয়েছিলাম৷ দেখলাম ওখানে অনেক জায়গায় আমাদের নেতাদের সঙ্গে তৃণমূলের বোঝাপড়া হয়ে গিয়েছে৷ এটা সব লোকসভাতেই হয়েছে৷ তা না হলে আরামবাগে আমরা হারি না, আরও তিন, চারটি আসন অন্তত বিজেপি জিতত৷’ প্রাক্তন স্ত্রী সুজাতাও তাঁর বিরুদ্ধে  দারুণ লড়াই করেছেন বলেও মন্তব্য করেন সৌমিত্র৷
advertisement
শুধু তাই নয়, তৃণমূলের সাফল্যের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও বিপুল অবদান রয়েছে বলে দাবি করেছেন সৌমিত্র৷ তাঁর দাবি, ‘আমার দলের কর্মীদের স্ত্রীরাও একসঙ্গে দলে দলে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে৷ এটা লক্ষ্মীর ভাণ্ডারের ফল৷’
২০১৪ সালে তৃণমূলের টিকিটেই বিষ্ণুপুর থেকে জিতেছিলেন সৌমিত্র৷ তার পর বিজেপিতে যোগ দিয়ে ২০১৯-এ ওই কেন্দ্র থেকেই জেতেন তিনি৷ তবে এবার ভোটে জিতেই সুকান্তর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি শুনে আবার নতুন করে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়াতে বাধ্য৷ মাত্র সাড়ে পাঁচ হাজার ভোটে জেতায় ক্ষুব্ধ সৌমিত্র বলেন, ‘তৃণমূলের থাকলে এখান থেকেই আমি দেড় থেকে দু লক্ষ ভোটে জিততাম৷’ দিলীপ ঘোষের কেন্দ্র কেন বদল করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Saumitra Khan: অভিষেকের প্রশংসা, মুখ খুললেন সুজাতাকে নিয়েও! ভোটে জিতেই বেসুরো সৌমিত্র৷?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement