Lok Sabha Election 2024: একই কেন্দ্রের ৩ প্রার্থীই প্রতিমা! কোন চিহ্নে ভোট দেবে গ্রাম? জয়নগরে জবরদস্ত লড়াই

Last Updated:

Lok Sabha Elections 2024: জয়নগর লোকসভা কেন্দ্র আর এই কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল। আর তিনি তৃতীয় বারে জয়ী হতে তৃণমূল প্রতীক চিহ্নে আবারও লড়াই করছেন।

তিন প্রতিমার লড়াই
তিন প্রতিমার লড়াই
জয়নগর: জয়নগর লোকসভা কেন্দ্র আর এই কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল। আর তিনি তৃতীয় বারে জয়ী হতে তৃণমূল প্রতীক চিহ্নে আবারও লড়াই করছেন। তবে এই কেন্দ্রে দুই প্রার্থী নমিনেশন করেছেন প্রতিমা মণ্ডল নামে আরও দুই প্রার্থী। যদিও এ ব্যাপারে কোনওভাবেই পাত্তা দিচ্ছেন না বিদায় সংসদ।
তিনি বলেন, আমি ১০ বছর জয়নগর লোকসভা কেন্দ্রে মানুষের জন্যই কাজ করছি। আর কোথা থেকে কারা এসে দাঁড়িয়েছে তাতে আমার কিছু এসে যায় না। আমি তৃণমূল কংগ্রেস প্রতীকে লড়াই করছি ফের জয়নগর লোকসভা কেন্দ্রে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বাম প্রার্থী সুভাষ নস্করকে হারিয়ে তিনি জয়লাভ করে। আর সেই জয়ের ধারাকে অব্যাহত রেখে ২০১৯ সালে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারীকে হারিয়ে আবারও বিজয়ী হন।
advertisement
আরও পড়ুনঃ গরমের ছুটিতে ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন? রইল বিস্তারিত
যদিও প্রাক্তন সাংসদ ছাড়াও আরও দুই প্রতিমা মণ্ডল জয়নগর লোকসভা কেন্দ্রের নমিনেশন করেছে তাদের মধ্যে একপ্রার্থী নরেন্দ্রপুর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। আর সেটি জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যেই নয়। আরও এক প্রার্থী যারও নাম প্রতিমা মণ্ডল তিনি জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার মায়া হাওরির বাসিন্দা বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এভাবে একই কেন্দ্রে তিন প্রতিমা মণ্ডল প্রার্থী হয়েছেন।
advertisement
advertisement
তবে কোন প্রতিমা মন্ডল জিতবে তা সময় বলে দেবে। কিন্তু এ ব্যাপারে তৃণমূল টিকিটে দু’বারের সাংসদ যিনি প্রতিমা মণ্ডল রয়েছেন, তিনি এই বিষয়টিকে কোনওভাবেই পাত্তা দিচ্ছে না।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: একই কেন্দ্রের ৩ প্রার্থীই প্রতিমা! কোন চিহ্নে ভোট দেবে গ্রাম? জয়নগরে জবরদস্ত লড়াই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement