এবার দেশে আলাদা আলাদা দিনে পালিত হবে ইদ
Last Updated:
একই দেশ ৷ কিন্তু ইদ পালিত হবে দু’টি আলাদা আলাদা দিনে ৷ এর পিছনে প্রধান কলকাঠিটি নেড়েছে অবশ্য চাঁদ ৷ চাঁদের দেখা না মিললে তো ইদের উৎসব শুরু হবে না ৷
#নয়াদিল্লি: একই দেশ ৷ কিন্তু ইদ পালিত হবে দু’টি আলাদা আলাদা দিনে ৷ এর পিছনে প্রধান কলকাঠিটি নেড়েছে অবশ্য চাঁদ ৷ চাঁদের দেখা না মিললে তো ইদের উৎসব শুরু হবে না ৷ ফলে চাঁদের দেখা পাওয়ার উপর নির্ভর করে এ বছর দু’দিন পালিত হবে ইদের উৎসব ৷
বৃহস্পতিবার চাঁদের দেখা না মেলায় গোটা দেশে শনিবার অনুষ্ঠিত হবে পবিত্র ইদ-উল-ফিতর ৷ গতকাল চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই ঘোষণা করেছেন জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি।
কিন্তু এরমধ্যে ব্যতিক্রম কেরল ৷ কেরলের কোঝিকোড়ে চাঁদের দেখা পাওয়ায় আজ অর্থাৎ শুক্রবারই সেখানে ইদ পালিত হচ্ছে ৷ সেই মতো সকাল থেকেই খুশির ইদে মেতে উঠেছেন কেরলবাসী ৷
advertisement
advertisement
পবিত্রতা, ভাতৃত্ব আর শান্তির উৎসব ইদ ৷ গত একমাস ধরে রমজানের কঠিন উপবাসের পর আগামী শনিবার ইদের খুশিতে মেতে উঠবে গোটা দেশ ৷
Location :
First Published :
June 15, 2018 8:28 AM IST