#EgiyeBangla: আরও পরিচ্ছন্ন টাইগার রিজার্ভ, বনাঞ্চলে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ

Last Updated:
#আলিপুরদুয়ার: আরও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল। বনাঞ্চলে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। রাজাভাতখাওয়া গেটে পর্যটকদের কাগজের ব্যাগ বিনামূল্যে বিতরণ করছে বনদফতর। প্লাস্টিক ব্যাগ ব্যবহার রুখতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
১৯৮২ সালে আলিপুরদুয়ারের বক্সা জঙ্গল ব্যাঘ্র প্রকল্প হিসাবে স্বীকৃতি পায়। শেষ ২০ বছরে এই জঙ্গলে সরাসরি বাঘেদের তেমন কোন অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। সম্প্রতি বাইরে থেকে রয়াল বেঙ্গল টাইগার এনে জঙ্গলের হারানো গৌরব ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বনদফতর। বাইরে থেকে হরিণ এনেও এই জঙ্গলে ছাড়া হয়েছে। এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলকে প্লাস্টিক মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বনদফতর। বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার জন্য পর্যটকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে কাগজের ব্যাগ।
advertisement
advertisement
পরিচ্ছন্ন বক্সা ব্যাঘ্র প্রকল্প
--------------------------------
- বক্সা ব্যাঘ্র প্রকল্প মোট ৭৬০ বর্গ কিমি
- ব্যাঘ্র প্রকল্পের ৪০০ বর্গ কিমি সংরক্ষিত জঙ্গল
- বাকি জঙ্গল অতিরিক্ত এলাকা
- সমস্ত এলাকা প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা
- জঙ্গলে ঢোকার টিকিট কাটার সময় কাগজের ব্যাগ দেওয়া হচ্ছে
advertisement
বক্সা ব্যাঘ্র প্রকল্পে আরও রয়্যাল বেঙ্গল টাইগার বাইরে থেকে এনে ছাড়ার পরিকল্পনা নিয়েছে বনদফতর। জঙ্গল প্লাস্টিক মুক্ত হলে পরিকল্পনা বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল ব্যাঘ্র প্রকল্প কতৃর্পক্ষ। বনদফতরের উদ্যোগে খুশির হাওয়া।
এতদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঢোকার জন্য রাজাভাতখাওয়া চেকপোষ্টের কাছেই বনদফতরের টিকিট কাউন্টার ছিল। এখন সেটি সরিয়ে রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের সামনে নিয়ে আসা হয়েছে । এখানে বনবস্তির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বিনামূল্যে একটি স্টল দেওয়া হয়েছে। নিজেদের তৈরি জিনিস বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা।
advertisement
পর্যটকদের পছন্দের তালিকায় বারবার উঠে এসেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নাম। সেই এলাকা আরও পরিষ্কার পরিচ্ছন্ন হলে পর্যটকদের আনাগোনাও বাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
#EgiyeBangla: আরও পরিচ্ছন্ন টাইগার রিজার্ভ, বনাঞ্চলে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement