রেলের নতুন স্কিম, ওয়েটিং লিস্টে থাকলেও মিলবে কনফর্ম সিট

Last Updated:
1/6
কখনও ভেবে দেখেছেন ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও ট্রেনে মিলবে কনফর্ম সিট ? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই উত্তরটা না হওয়ায় স্বাভাবিক ৷ কিন্তু এরকমও সুবিধা রয়েছে ৷ শুনতে অবাক লাগলেও ভারতীয় রেল নিয়ে এসেছে এমনই একটি স্কিম ৷
কখনও ভেবে দেখেছেন ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও ট্রেনে মিলবে কনফর্ম সিট ? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই উত্তরটা না হওয়ায় স্বাভাবিক ৷ কিন্তু এরকমও সুবিধা রয়েছে ৷ শুনতে অবাক লাগলেও ভারতীয় রেল নিয়ে এসেছে এমনই একটি স্কিম ৷
advertisement
2/6
 নতুন স্কিমে আপনার টিকিট ওয়েটিংয়ে হওয়া সত্ত্বেও আপনি ট্রেনে পেয়ে যাবেন কনফর্ম সিট ৷ সম্প্রতি IRCTC এই সংক্রান্ত নতুন একটি যোজনা চালু করেছে ৷ দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা...
নতুন স্কিমে আপনার টিকিট ওয়েটিংয়ে হওয়া সত্ত্বেও আপনি ট্রেনে পেয়ে যাবেন কনফর্ম সিট ৷ সম্প্রতি IRCTC এই সংক্রান্ত নতুন একটি যোজনা চালু করেছে ৷ দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা...
advertisement
3/6
রেলের এই স্কিমের নাম বিকল্প যোজনা ৷ ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা এই যোজনার মাধ্যমে বিকল্প ট্রেনে কনফর্ম সিটে পাবেন ৷ তবে এই যোজনায় যাত্রীরা সিলেক্ট করলেই যে অন্য ট্রেনে কনফর্ম টিকিট মিলবেই তা বাধ্যতামূলক নয় ৷ ট্রেনের সিটের তা সম্পূর্ণ নির্ভর করবে ৷
রেলের এই স্কিমের নাম বিকল্প যোজনা ৷ ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা এই যোজনার মাধ্যমে বিকল্প ট্রেনে কনফর্ম সিটে পাবেন ৷ তবে এই যোজনায় যাত্রীরা সিলেক্ট করলেই যে অন্য ট্রেনে কনফর্ম টিকিট মিলবেই তা বাধ্যতামূলক নয় ৷ ট্রেনের সিটের তা সম্পূর্ণ নির্ভর করবে ৷
advertisement
4/6
অন্য ট্রেনে (alternative train) আপনার সিট কনফর্ম হলে,  বোর্ডিং ও অন্তিম স্টেশনে আশপাশের স্টেশনে বদলে যেতে পারে ৷ যে ট্রেনে বুকিং করেছিলেন সেই ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের ৭২ ঘণ্টার মধ্যে যে বিকল্প ট্রেন উপলব্ধ রয়েছে তাতে যাত্রা করতে হবে ৷
অন্য ট্রেনে (alternative train) আপনার সিট কনফর্ম হলে, বোর্ডিং ও অন্তিম স্টেশনে আশপাশের স্টেশনে বদলে যেতে পারে ৷ যে ট্রেনে বুকিং করেছিলেন সেই ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের ৭২ ঘণ্টার মধ্যে যে বিকল্প ট্রেন উপলব্ধ রয়েছে তাতে যাত্রা করতে হবে ৷
advertisement
5/6
এই পরিষেবা ইতিমধ্যেই দিল্লি-লখনউ এবং দিল্লি-জম্মু সেক্টরে  চালু করে দেওয়া হয়েছে ৷ বুকিং কোটা বা অনুমোদন ছাড়া সমস্ত যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য ৷ বিকল্প যোজনা যারা সিলেক্ট করেছেন এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে কেবল তাদের ক্ষেত্রেই বিকল্প ট্রেনের সুবিধা দেওয়া হবে ৷ এর জন্য কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷ এছাড়া দুই ট্রেনের ভাড়ার মধ্যে কোনও পার্থক্য থাকলেও কোনও টাকা ফেরত দেওয়া হবে না ?
এই পরিষেবা ইতিমধ্যেই দিল্লি-লখনউ এবং দিল্লি-জম্মু সেক্টরে চালু করে দেওয়া হয়েছে ৷ বুকিং কোটা বা অনুমোদন ছাড়া সমস্ত যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য ৷ বিকল্প যোজনা যারা সিলেক্ট করেছেন এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে কেবল তাদের ক্ষেত্রেই বিকল্প ট্রেনের সুবিধা দেওয়া হবে ৷ এর জন্য কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷ এছাড়া দুই ট্রেনের ভাড়ার মধ্যে কোনও পার্থক্য থাকলেও কোনও টাকা ফেরত দেওয়া হবে না ?
advertisement
6/6
এক পিএনআর-এর যাত্রীদের বিকল্প ট্রেনে সমান কোচ দেওয়া হবে ৷ বিকল্প ট্রেনে ওয়েটিং লিস্টে আর আপনাকে দেখানো হবে না ৷ যখন লিস্ট তৈরি হবে তখন কনফর্ম, ওয়েটিং এবং আলাদা একটি লিস্ট তৈরি হবে বিকল্প ট্রেনের ক্ষেত্রে ৷ যে ট্রেনের টিকিট কেটেছেন তা দিয়েই বিকল্প ট্রেনে যাত্রা করতে পারবেন ৷
এক পিএনআর-এর যাত্রীদের বিকল্প ট্রেনে সমান কোচ দেওয়া হবে ৷ বিকল্প ট্রেনে ওয়েটিং লিস্টে আর আপনাকে দেখানো হবে না ৷ যখন লিস্ট তৈরি হবে তখন কনফর্ম, ওয়েটিং এবং আলাদা একটি লিস্ট তৈরি হবে বিকল্প ট্রেনের ক্ষেত্রে ৷ যে ট্রেনের টিকিট কেটেছেন তা দিয়েই বিকল্প ট্রেনে যাত্রা করতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement