Semester Tips: একাদশ শ্রেণির সেমেস্টার সিস্টেমে পরীক্ষা! কেমন হতে পারে প্রশ্ন, রইল সব খুঁটিনাটি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Semester Tips: কী ভাবে প্রশ্নপত্র হবে? কী কী আঙ্গিকে উত্তর দিতে হবে? এবার প্রথম সেমেস্টারে অকৃতকার্য হলে পরের সেমেস্টারে কি পরীক্ষা দেওয়া যাবে? বিস্তারিত জেনে নেওয়া যাক।
পশ্চিম মেদিনীপুর: চলতি শিক্ষাবর্ষ থেকে বদল হয়েছে উচ্চমাধ্যমিক ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থার। এবার সেমেস্টারে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষ থেকে প্রথম এই সেমেস্টার সিস্টেমে পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই সেই পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। বিভিন্ন স্কুলে পাঠানো হয়েছে প্রশ্নপত্রের ধরন। একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে দু’টি ক্লাসে মোট চারটি সেমেস্টারের পরীক্ষা দেবে পড়ুয়ারা। প্রথম এবং তৃতীয় সেমেস্টার থাকবে মাল্টিপল চয়েজ প্রশ্ন বা এমসিকিউ এবং দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারে থাকবে বর্ণনাধর্মী প্রশ্নোত্তর।
সেপ্টেম্বরে প্রথম সেমেস্টারের পরীক্ষা। প্রথম বার সেমেস্টার সিস্টেমে পরীক্ষা দেবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। কীভাবে প্রশ্নপত্র হবে? কী কী আঙ্গিকে উত্তর দিতে হবে? এবার প্রথম সেমেস্টারে অকৃতকার্য হলে পরের সেমেস্টারে কি পরীক্ষা দেওয়া যাবে? এইসব একাধিক প্রশ্নের উত্তরদিলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমীর সহকারী প্রধান শিক্ষক বিজন কুমার ষড়ঙ্গী।
সেপ্টেম্বরে পরীক্ষায় প্রাকটিক্যাল বেসড বিষয় এবং প্রাকটিক্যাল ছাড়া বিষয়ের নম্বরের মাপকাঠি রয়েছে। যার সময়সীমাও ভিন্ন ভিন্ন। স্বাভাবিকভাবে পরীক্ষা পদ্ধতি জেনে সকল ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হবে। প্রশ্নপত্রের পাশাপাশি থাকবে ওএমআর শিট। যেখানে সঠিক উত্তরের বক্সে পূরণ করতে হবে।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে একই নিয়ম মেনে পরীক্ষা হবে দ্বিতীয় সেমেস্টারেও। তবে সেক্ষেত্রে থাকবে লিখিত ধর্মী প্রশ্ন উত্তর। একাদশ এবং দ্বাদশ শ্রেণির সেমেস্টার সিস্টেমে পরীক্ষা ব্যবস্থার খুঁটিনাটি তথ্য তুলে ধরলেন এই শিক্ষক।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 5:29 PM IST