বিশ্ববিদ্যালয় ধরে ধরে বিশেষ সতর্কবার্তা রাজ্যের, ‘আগাম অনুমোদন’ নেওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়গুলিকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলিকে একটি অ্যাডভাইজারি জারি করেছে। অ্যাডভাইজারিগুলিতে উল্লেখ করা হয়েছে যে কোনও ধরনের ডিগ্রি কোর্স চালু করতে গেলে উচ্চশিক্ষা দফতরের আগাম অনুমোদন নিতে হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই এবার বিশ্ববিদ্যালয়গুলিকে বিশেষ সতর্কবার্তা রাজ্যের। কার্যত বিশ্ববিদ্যালয়গুলির জন্য ‘অ্যাডভাইজারি’ জারি করল রাজ্য। যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান যেকোনও ডিগ্রি কোর্স চালু করতে গেলে উচ্চশিক্ষা দফতরের আগাম অনুমোদন নিতে হবে। শুধু তাই নয়, থাকতে হবে উচ্চশিক্ষা দফতরের ক্লিয়ারেন্স ৷
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি জারি করে এমনটাই জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যারা ডিগ্রি কোর্স চালু করার পক্ষে উপযুক্ত নয় বা অধিকার নেই তারা সেই কোর্সের অনুমোদন পেয়ে যেতে পারেন। এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায়।
advertisement
advertisement
উচ্চশিক্ষা দফতরের নজরে এসেছে এরকম কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান যারা বিশ্ববিদ্যালয়গুলির কাছে আবেদন করছে ডিগ্রি কোর্সের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’-এর জন্য। তাই বিশ্ববিদ্যালয়গুলিকে এই নির্দেশ দেওয়া হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার আগে উচ্চশিক্ষা দফতরের ক্লিয়ারেন্স বা আগাম অনুমোদন নেওয়ার জন্য। নির্দেশে বিশেষ করে উল্লেখ করা হয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা। মনে করা হচ্ছে রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা দফতরের নিয়োগকে না মেনে ডিগ্রি কোর্স চালুর অনুমোদন দিয়ে দিচ্ছিলেন। সেই কারণে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে এই বিশেষ সতর্কবার্তা বিশ্ববিদ্যালয়গুলিকে দেওয়া হয়েছে।
advertisement
উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের মতে সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত কলেজগুলির ক্ষেত্রে এই সমস্যা হওয়ার কথা নয়। বেসরকারি কলেজ বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির ক্ষেত্রেই বিশেষ করে এই সতর্কবার্তা বলেই দফতরের আধিকারিকদের মত। উচ্চশিক্ষা দফতরকে জারি করা নির্দেশিকা বলা হয়েছে যদি এই ধরনের কোনও ঘটনা আগেই হয়ে থাকে সেগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য। সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য – রাজ্যপাল সংঘাত চরমে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উচ্চশিক্ষা দফতরের এই অ্যাডভাইজারি সংক্রান্ত নির্দেশিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 15, 2023 2:20 PM IST