SSC Exam: সামনেই হবু শিক্ষকদের পরীক্ষা! OMR শিট নিয়ে কড়া ব্যবস্থা, অ্যাডমিট কার্ডে সমস্যা থাকলে কী উপায়? SSC-র নয়া বিধি বিশদে জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
৭ সেপ্টেম্বর রবিবার নেওয়া হবে নবম ও দশম শ্রেণীর এবং ১৪ তারিখ একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।
কলকাতা: আগামী ৭ ও ১৪ই সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা। ৭ সেপ্টেম্বর রবিবার নেওয়া হবে নবম ও দশম শ্রেণীর এবং ১৪ তারিখ একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। এবার পরীক্ষার নিয়ম হবে আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি। ওএমআর শিট নিয়েও চালু নতুন নিয়ম।
এবার লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ও এম আর এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন। ওএমআর-এ উত্তর বাদে অন্য মন্তব্য বা ছবি আঁকলে বাতিল হতে পারে পরীক্ষা।
যদি কারও অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা হয় তাহলে তার সঙ্গে আধার কার্ড রাখতে হবে।
advertisement
advertisement
পরীক্ষার্থীরা কোনওভাবেই স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, কোনও ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে রাখতে পারবে না। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ঘরে ঘরে ওয়াল ক্লক থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের নজরদারিতে হবে এই পরীক্ষা কেন্দ্রগুলিতে তা নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় গাইডলাইন দিয়েছে নবান্ন।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 12:27 PM IST