West Bengal Job Opportunities: আপনি কি স্নাতকোত্তর? আইআইটিতে মোটা বেতনের চাকরির সুযোগ রয়েছে, এখনই আবেদন করুন

Last Updated:

West Bengal Job Opportunities: ভাল জায়গায়, মোটা মাইনের চাকরি। এমন সুযোগ হাতছাড়া করবেন না। আবেদনের শেষ দিন কাছেই। বিশদে জেনে আবেদন করুন।

ফাইল ছবি
ফাইল ছবি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মোট চারটি শূন্যপদ। ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ। স্নাতকোত্তর ডিগ্রি এবং অভিজ্ঞতা থাকলে মিলবে এই কাজের সুযোগ। হাতে মাত্র সময় অল্প, যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান এই পদের জন্য।
অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে মোট চারজন নিয়োগ করবে আইআইটি খড়গপুর। দুর্দান্ত বেতন, তাই দেরি না করে এখনই অনলাইন মাধ্যমে আবেদন জানান। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি আইআইটি খড়্গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: দেশের ১ লক্ষের বেশি স্কুলে মাত্র ১ জন শিক্ষক পড়ান! পড়ে ৩৩ লক্ষ, সবচেয়ে খারাপ অবস্থা কোন রাজ্যের? কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পদে মোট দুজন কর্মী নিয়োগ করা হবে। একটি অসংরক্ষিত এবং একটি সংরক্ষিত পদে দুজন নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদনকারীর স্নাতকোত্তর ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর এবং ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রয়োজন একাধিক যোগ্যতা। আবেদনকারীর বয়সসীমা হতে হবে ৪০-এর মধ্যে। বেতন যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ৫৬১০০ থেকে ১৭৭৫০০।
advertisement
advertisement
একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাস করতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রেও মোট দুজন নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সে ক্ষেত্রে যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রতি মাসে বেতন ৫৬১০০ থেকে ১৭৭৫০০ টাকা।
advertisement
আরও পড়ুন: এ বছরের মতো বর্ষার বিদায়? নাকি ফের বৃষ্টি হবে? বাংলার আবহাওয়ার বড় খবর
২১ অক্টোবর, ২০২৫ আবেদন জানানর শেষ তারিখ। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই দুই পদের জন্য অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে জবস অপশনে গিয়ে স্টাফ ওপেনিং থেকে মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য আবেদনকারীকে আবেদন মূল্য বাবদ ১০০০ টাকা দিতে হবে। বিশদে জানতে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Job Opportunities: আপনি কি স্নাতকোত্তর? আইআইটিতে মোটা বেতনের চাকরির সুযোগ রয়েছে, এখনই আবেদন করুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement