WB HS Results 2022|| অঙ্ক করাতেন বাবাই, চিকিৎসক বা গবেষক হতে চান উচ্চ মাধ্যমিকে সপ্তম বহরমপুরের সূর্যানি

Last Updated:

Surjyani Mondal stands 7th in Merit list: পড়াশুনো ছাড়াও নৃত্যর পারদর্শী, বাংলা গল্পের বই পড়তে ভালবাসে সূর্যানি। তবে এত ভাল ফল আশা করেনি। তবে নির্দিষ্ট টাইম মেনে পড়া করতেন না। তবে বাবাই তাঁকে অঙ্ক করাতেন।

#অরঙ্গাবাদ: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যে সপ্তম হয়েছে বহরমপুর কাশীশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সূর্যানি মণ্ডল। বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কৃতী ছাত্রী জানান, 'ভবিষ্যতে মেডিক্যাল এন্ট্রান্স দেব। না হলে কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার ইচ্ছা।' পড়াশুনো ছাড়াও নৃত্যর পারদর্শী, বাংলা গল্পের বই পড়তে ভালবাসে সূর্যানি। তবে এত ভাল ফল আশা করেনি। তবে নির্দিষ্ট টাইম মেনে পড়া করতেন না। তবে বাবাই তাঁকে অঙ্ক করাতেন।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে দশম অশোকনগরের অস্মি, স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার
অন্যদিকে, রাজ্যের মেধাতালিকায় ষষ্ঠ হয়েছেন মুর্শিদাবাদের প্রণিত কুমার দাস। অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র প্রণিত। পেয়েছেন ৪৯৩ নম্বর, শতাংশের হিসেবে ৯৮ শতাংশ নম্বর পেয়েছেন। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যে সপ্তম হয়েছে বহরমপুর কাশীশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সূর্যনি মণ্ডল । সূর্যনির প্রাপ্ত নম্বর ৪৯২। উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করলেন মুর্শিদাবাদের অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র ইন্দ্রজিৎ ধর। দশম হয়েছেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র সৌহাদ্য ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৪৮৯। ৯৭.৮ শতাংশ নম্বর পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Results 2022|| অঙ্ক করাতেন বাবাই, চিকিৎসক বা গবেষক হতে চান উচ্চ মাধ্যমিকে সপ্তম বহরমপুরের সূর্যানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement