হোম /খবর /শিক্ষা /
গতানুগতিক বিজ্ঞান বিভাগ নয়, উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার সাফল্য 'অন্য' বিষয়

West Bengal HS Result 2023: গতানুগতিক বিজ্ঞান বিভাগ নয়, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর সাফল্যের মূলে 'অন্য' বিষয়

প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার।

প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার।

West Bengal HS Result 2023: পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে। এবার প্রথম মার্কশিটে ব্যবহার করা কিউআর কোড সমস্ত তথ্য দেওয়া হচ্ছে।

  • Share this:

কলকাতা: গতানুগতিক বিজ্ঞান বিভাগের বিষয় নয়, উচ্চ মাধ্যমিকের প্রথম হওয়ার ছাত্রের সাফল্য এল অন্য বিষয় নিয়ে। অর্থনীতি, স্ট্যাটিসটিক্স, গণিত, কম্পিউটার সায়েন্স, বাংলা ও ইংরাজি- বেস্ট অফ ফাইভয়ে এই বিষয়ের হাত ধরেই সাফল্য এলো উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া ছাত্রের। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অঙ্ক নয়, মিথ ভেঙে দিল উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার। যা নিয়ে আগামী দিনের গবেষণার প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা।

চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন যুগ্ম দুজন। সুষমা খান বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এবং উত্তর দিনাজপুর আবু সামা। এদের প্রাপ্ত নম্বর ৪৯৫।

উচ্চ মাধ্যমিকের ফল বেরনোর পরে নজর কাড়ল হুগলি জেলা৷  পাশের হারে  প্রথমে পূর্ব মেদিনীপুর থাকলেও হুগলি জেলা থেকে ১৮ জন রয়েছে মেধাতালিকায়৷ তবে মেধাতালিকায় মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও পিছিয়ে রয়েছে কলকাতা৷ বেলা ১২ টায় অনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি৷ এরপর বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরারেজাল্ট সবার আগে জানতে নজর রাখুন–> https://bengali.news18.com/news/career/board-results/

মাত্র ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে৷ প্রথম হয়েছে শুভ্রাংশু সরদার৷ চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর ৷

Published by:Rachana Majumder
First published:

Tags: Higher Secondary Exam 2023