West Bengal HS Result 2023: উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় দু'জন, সুষমা, আবু সামার নম্বর ৪৯৫
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal HS Result 2023: চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন যুগ্ম দুজন। সুষমা খান বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এবং উত্তর দিনাজপুর আবু সামা
কলকাতা: চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন যুগ্ম দুজন। সুষমা খান বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এবং উত্তর দিনাজপুর আবু সামা। এদের প্রাপ্ত নম্বর ৪৯৫। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মেধাতালিকা প্রকাশ করেন। তিনি বলেন, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে চ্যালেঞ্জ বেশি ছিল। কারণ কোভিডের জেরে মাধ্যমিক পরীক্ষা তারা দেননি। মোট ৬০টি বিষয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে। এবার প্রথম মার্কশিটে ব্যবহার করা কিউআর কোড সমস্ত তথ্য দেওয়া হচ্ছে।
advertisement
তিনি আরও বলেন, “এবারের মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছে ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি। আগামী বছর উচ্চ মাধ্যমিক শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে ১৫।”
advertisement
তিনি বলেন, “এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশ বিচারে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ।”
কীভাবে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা? সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত উপায়। খুব সহজেই News18 Bangla-র ওয়েবসাইটে রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর উল্লেখ করুন। এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।
advertisement
চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর। সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 12:47 PM IST