Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক ২০২৩-এর পরীক্ষা শুরু কবে? জানুন বিস্তারিত দিনক্ষণ

Last Updated:

এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা আর হবে না। (Higher Secondary 2023)

#কলকাতা: শুক্রবার ফল প্রকাশের সময়ই পরের বছরের একাদশ বার্ষিক ও পরের বছরের উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্চ। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা আর হবে না। (Higher Secondary 2023)
advertisement
সমস্ত পরীক্ষায় শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে ১.১৫ পর্যন্ত। ১৪ মার্চ মঙ্গলবার রয়েছে বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাতি ও পঞ্জাবি। ১৬ মার্চ বৃহস্পতিবার হবে বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপাবি (বি), অল্টারনেটিভ ইংরেজি। ১৭ মার্চ শুক্রবার রয়েছে সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা।
advertisement
সংসদের সূচি সংসদের সূচি
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে রেকর্ড মেধাতালিকা, পড়ুয়াদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
১৮ মার্চ শনিবার রয়েছে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স। ২০ মার্চ সোমবার রয়েছে অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগরোনমি, ইতিহাস। ২১ মার্চ মঙ্গলবার রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, মিউজিক, ভিস্যুয়াল আর্টস। ২২ মার্চ বুধবার রয়েছে কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং, দর্শন, সমাজবিজ্ঞান।
advertisement
২৩ মার্চ বৃহস্পতিবার রয়েছে ভৌতবিজ্ঞান, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউনটেন্সি। ২৪ মার্চ শুক্রবার রয়েছে ইকোনমিক্স। ২৫ মার্চ শনিবার রয়েছে রসায়ন, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক ও ফরাসি। ২৭ মার্চ সোমবার রয়েছে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক ২০২৩-এর পরীক্ষা শুরু কবে? জানুন বিস্তারিত দিনক্ষণ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement