কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির জন্য ফের অনলাইন পোর্টাল খোলার নির্দেশ রাজ্যের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
নির্দেশিকায় লেখা হয়েছে, রাজ্যের শিক্ষা দফতর পাওয়া তথ্যের ভিত্তিতে দেখেছে, রাজ্যে স্নাতকোত্তর স্তরে একাধিক প্রতিষ্ঠানের আসন এখন ফাঁকা রয়েছে৷
#কলকাতা: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির জন্য ফের অনলাইন পোর্টাল চালু করতে পারবে, নতুন নির্দেশিকা দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে৷ একাধিক কলেজের স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তির জন্য আসন খালি রয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ফের শুরু করতে পারবে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। নির্দেশিকা জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
নির্দেশিকায় লেখা হয়েছে, রাজ্যের শিক্ষা দফতর পাওয়া তথ্যের ভিত্তিতে দেখেছে, রাজ্যে স্নাতকোত্তর স্তরে একাধিক প্রতিষ্ঠানের আসন এখন ফাঁকা রয়েছে৷ একাধিক প্রতিষ্ঠানে আসন খালি পড়ে থাকার খবর মিলেছে৷ সেই কারণে ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন পোর্টাল আবার খোলা হচ্ছে৷ শূন্যস্থান পূরণের জন্য এই সময়ের মধ্যে আবেদনপত্র গ্রহণ করা যাবে৷ ইউজি অ্যাডমিশন চলতে পারে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত৷
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
September 08, 2022 8:48 PM IST