West Bengal Education: খুব কম খরচে ৩ জরুরি বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, জেনে নিন

Last Updated:

West Bengal Education: আর্ট অ্যান্ড ক্র্যাফট, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড বায়োটেকনোলজি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে পড়াশোনার ইচ্ছে? জানুন...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: আর্ট অ্যান্ড ক্র্যাফট, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লাইড বায়োটেকনোলজি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে পড়াশোনার ইচ্ছে। সেই সুযোগ দিচ্ছে জেলার এই বিশ্ববিদ্যালয়। স্বল্প খরচে তিনটি গুরুত্বপূর্ণ কোর্স করতে পারবেন এখানে।
তিনটি বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে। পাঁচ হাজার, তিন হাজার এবং মাত্র এক হাজার টাকা কোর্সের খরচ। তাই এখনইআবেদন জানান। কোন বিষয়ে কত খরচ? জেনে নিন।
advertisement
আরও পড়ুন: যেন ম্যারাথন! টেক অফ করার আগে রানওয়েতে কতক্ষণ দৌড়য় বিমান? উত্তর শুনলে চমকে যাবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট এবং নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এই তিনটি বিষয় শেখাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সব ক’টি কোর্সই তিন মাস মেয়াদের সার্টিফিকেট কোর্স। সপ্তাহে তিন/চার দিন ক্লাস হবে। কোর্স শেষে মিলবে সার্টিফিকেট। ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজিতে মোট আসন সংখ্যা রয়েছে ৩০টি। এই কোর্সের মাধ্যমে বায়োটেকনোলজির ভিত্তিগত ও প্রায়োগিক দিকগুলি সম্পর্কে শেখানো হবে। কোর্স ফি পাঁচ হাজার টাকা। আবেদনের জন্য বিজ্ঞান-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: বলিউডের ‘স্বপ্নো কি রানি’ শর্মিলা ঠাকুর ক্যানসারে আক্রান্ত হয়ে নিঃশব্দে লড়েছেন, কেউ টেরই পায়নি! এখন কেমন আছেন তিনি?
আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট বিভাগে ৩০টি আসন সংখ্যা রয়েছে। কোর্স ফি তিন হাজার টাকা। আবেদনের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন এবং নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বিষয়ে পড়ার সুযোগ পাবেন ৫০ জন। কোর্স ফি মাত্র এক হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। জানানো হয়েছে, আবেদনের জন্য ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করে জমা করতে হবে। প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।
advertisement
সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আগ্রহীদের ২০০ টাকা জমা দিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন ও অনলাইন দু’ভাবেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। ২ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন। তবে আপনার ইচ্ছে থাকলে এখনি আবেদন জানান।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Education: খুব কম খরচে ৩ জরুরি বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement