West Bengal College Admission: অবশেষে শুরু হচ্ছে কলেজ ভর্তি প্রক্রিয়া, তারিখ জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর, পোর্টাল খুলছে কবে? বিজ্ঞপ্তি জারি হতে পারে আজই
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal College Admission: কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া। স্নাতক স্তরে প্রথম সেমিস্টারের ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১৭ তারিখ থেকে। ১৭ই জুন বিকেল চারটের পর থেকে আনুষ্ঠানিকভাবে পোর্টাল খুলে দেওয়া হবে।
কলকাতাঃ কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া। স্নাতক স্তরে প্রথম সেমিস্টারের ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১৭ তারিখ থেকে। ১৭ই জুন বিকেল চারটের পর থেকে আনুষ্ঠানিকভাবে পোর্টাল খুলে দেওয়া হবে। আজই নির্দেশিকা জারি করা হতে পারে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে। ইতিমধ্যেই প্রস্তুতি প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর।
advertisement
প্রতিটি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের প্রায় এক মাস কেটেছে। এখনও কলেজের ভর্তির পোর্টাল খোলেনি রাজ্যে। ৩০ এপ্রিল ফল বেরিয়েছে ISC-র। ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। CBSE-র দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হচ্ছে না স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া। ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষ থেকে পড়ুয়ারা।
advertisement
বুধবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বড় খবর দিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় ওবিসি জট কাটতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হবে। দ্রুত কলেজ ও ইউনিভারসিটিতে ভর্তির বিজ্ঞপ্তি বের হবে বলে বুধবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 12:11 PM IST