West Bengal College Admission: কলেজে ভর্তি শুরু কবে হবে? পোর্টাল খুলছে কবে? দিনক্ষণ জানিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Last Updated:

West Bengal College Admission: বুধবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বড় খবর দিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানুন ও জানান...

ব্রাত্য বসু
ব্রাত্য বসু
কলকাতা: প্রতিটি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের প্রায় এক মাস কেটেছে। এখনও কলেজের ভর্তির পোর্টাল খোলেনি রাজ্যে। ৩০ এপ্রিল ফল বেরিয়েছে ISC-র। ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ‍্যমিকের রেজাল্ট। CBSE-র দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হচ্ছে না স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া। ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষ থেকে পড়ুয়ারা।
বুধবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বড় খবর দিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় ওবিসি জট কাটতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হবে। দ্রুত কলেজ‌ ও ইউনিভারসিটিতে ভর্তির বিজ্ঞপ্তি বের হবে বলে বুধবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতক ১৫০০০ টাকা করে স্কলারশিপ! কারা পাবেন-কীভাবে আবেদন? বিশদে জানুন
যে কোনও সময় কলেজে ভর্তির বিজ্ঞপ্তি বের হতে পারে। বৃহস্পতিবার প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি। এক সপ্তাহের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা ভর্তি প্রক্রিয়া। ব্রাত্য বসু বলেন, “আমাদের দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আজ বা কালকের মধ্যে হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যেই জানিয়ে দিতে পারব যে অনলাইনে ভর্তির পোর্টাল কবে খুলছে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে।”
advertisement
advertisement
আরও পড়ুন: অতি চালাকের গলায় দড়ি! তিনটি শব্দই ধরিয়ে দিল সোনমকে! পুলিশের ওই এক সন্দেহেই সোনমের সব পর্দাফাঁস
এসএসসি মামলা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ”অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে। রাজনৈতিক ভাবে সরকারকে ভোটে হারানো যাচ্ছে না যদি অন্য কোনও ভাবে বিপদে ফেলা যায় এই মানসিকতা থাকে।” যোগ্যদের এসএসসি অভিযান নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নিয়ে মামলা হয়েছে তাতে আমরা জিতেছি। একাংশ কী করছেন, সেটা আমি জানি না। পরীক্ষার জন্য আমরা প্রস্তুত, পরীক্ষা যথা সময়ে নেওয়া হবে।”
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal College Admission: কলেজে ভর্তি শুরু কবে হবে? পোর্টাল খুলছে কবে? দিনক্ষণ জানিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement