West Bengal Teacher Crisis: স্থিতাবস্থা বজায় থাক, স্কুল শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি রাজ্যের, শিগগিরই রিভিউ পিটিশন! জানালেন মুখ্যসচিব

Last Updated:

গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শ দিয়েছিলেন৷

সুপ্রিম কোর্টে নতুন আবেদন রাজ্যের৷
সুপ্রিম কোর্টে নতুন আবেদন রাজ্যের৷
কলকাতা: স্কুল শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে৷ খুব শিগগরিই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশনও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ শিক্ষকদের চাকরি নিয়ে যাতে স্থিতাবস্থা বজায় থাকে, সুপ্রিম কোর্টে সেই আবেদনই রাজ্য সরকার জানিয়েছে বলে দাবি করেছেন মুখ্যসচিব৷ যতদিন না পর্যন্ত রাজ্য সরকারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দিচ্ছে, ততদিন চাকরিহারা শিক্ষকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন মুখ্যসচিব৷
এ দিন সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় ডিআই অফিসগুলিতে চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়৷ কসবায় ডিআই অফিসের গেট ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা৷ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি৷ পাল্টা শিক্ষকদের উপরে বেদম লাঠিচার্জ করে পুলিশ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী শিক্ষক এবং পুলিশকর্মীও আহত হন৷ নিরীহ শিক্ষকদের পুলিশ মারধর করেছে বলে অভিযোগ ওঠে৷
advertisement
advertisement
গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শ দিয়েছিলেন৷ এ দিনও মুখ্যসচবি বুঝিয়েছেন, চাকরিহারা শিক্ষকরা যাতে আপাতত স্কুলে গিয়ে পড়াতে পারেন, সুপ্রিম কোর্টের কাছ থেকে রাজ্য সরকার সেই অনুমতিই চেয়েছে৷
এ দিন নবান্নে রাজ্যের মুখ্যসচিব এই ঘটনাকে অবাঞ্চিত বলেই মন্তব্য করেছেন৷ একই সঙ্গে চাকরিহারা শিক্ষকদের কাছে আইন হাতে না তুলে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি৷ মুখ্যসচিব বলেন, গোটা বিষয়টি রাজ্য সরকার মানবিক ভাবে দেখছে৷ গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় চাকরিহারা শিক্ষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ী রাজ্য সরকার দ্রুত রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ তবে মুখ্যসচিব স্পষ্ট করে দিয়েছেন, এই সমস্যার সমাধান আইনি পথেই বের করতে হবে৷ রাজ্য সরকার সেই পথেই এগোচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Teacher Crisis: স্থিতাবস্থা বজায় থাক, স্কুল শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি রাজ্যের, শিগগিরই রিভিউ পিটিশন! জানালেন মুখ্যসচিব
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement