WBJEE Result 2024: জয়েন্টে এবার কতগুলি পর্যায়ে হবে কাউন্সেলিং? ফল প্রকাশের পরেই বড় ঘোষণা বোর্ডের

Last Updated:

West Bengal JEE Result 2024: প্রথম দশের মেধাতালিকায় একেবারে ৪ জনই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ বোর্ডের পড়ুয়া। এমনকি শীর্ষ দুটি স্থানও লাভ করেছে এই বোর্ড। জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ বোর্ডের বাঁকুড়া জেলার ছাত্র কিংশুক পাত্র।

জয়েন্টে এবার কতগুলি পর্যায়ে হবে কাউন্সেলিং? ফল প্রকাশের পরেই বড় ঘোষণা বোর্ডের
জয়েন্টে এবার কতগুলি পর্যায়ে হবে কাউন্সেলিং? ফল প্রকাশের পরেই বড় ঘোষণা বোর্ডের
উত্তর ২৪ পরগনা: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স-এর ফল। পাশের হার ৯৯. ৫৩ শতাংশ। এবার তিনটি পর্যায়ে হবে কাউন্সেলিং জানাল বোর্ড। চলতি বছরের ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স-এর পরীক্ষা হয়েছিল রাজ্যে। তবে বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও এবার পরীক্ষার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবারে আন্দামান থেকে ১২ জন, দমনের ৬ জন, জম্মুর ৩৮ জন শিক্ষার্থী যোগ দিয়েছিলেন এই সর্বভারতীয় পরীক্ষায়। এর মধ্যে ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন পড়ুয়া সফল হন। এবারে জয়েন্ট এন্টান্স-এর ফলাফলে রীতিমতো তাক লাগিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
প্রথম দশের মেধাতালিকায় একেবারে ৪ জনই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ বোর্ডের পড়ুয়া। এমনকি শীর্ষ দুটি স্থানও লাভ করেছে এই বোর্ড। জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ বোর্ডের বাঁকুড়া জেলার ছাত্র কিংশুক পাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণীর ছাত্র শুভ্রদীপ পাল। শুভ্রদীপও পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্র। তৃতীয় হয়েছেন বিভাসন বিশ্বাস। কৃষ্ণনগরের ছাত্র বিভাসন অবশ্য আইএসসি বোর্ডের ছাত্র।
advertisement
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইরাদ্রি বসু খান্দ ও ময়ূখ চৌধুরী। ষষ্ঠ স্থানে হুগলির ঋতম ব্যানার্জি। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে চার জন রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। চার জন সিবিএসই বোর্ডের। এদিন সল্টলেক এর জয়েন্ট এন্টার্নস বোর্ডের ভবন থেকে সভাপতি মলয়েন্দু সাহা ফল ঘোষণা করেন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBJEE Result 2024: জয়েন্টে এবার কতগুলি পর্যায়ে হবে কাউন্সেলিং? ফল প্রকাশের পরেই বড় ঘোষণা বোর্ডের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement