WBJEE Admit Card: প্রকাশিত WBJEE অ্যাডমিট কার্ড! ডাউনলোড করবেন কীভাবে? হাতে কতদিন সময়? সমস্ত বিশদে জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
WBJEE Admit Card: প্রকাশিত হল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা WBJEE 2025-এর অ্যাডমিট কার্ড।
প্রকাশিত হল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা WBJEE 2025-এর অ্যাডমিট কার্ড। ছাত্রছাত্রীদের অবশেষে প্রতীক্ষার অবসান। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEE-এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, ২০২৫ ২ টা পর্যন্ত রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? ধাপে ধাপে রইল বিবরণ
advertisement
প্রথম ধাপ: WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এ যেতে হবে।
দ্বিতীয় ধাপ: হোম পেজে প্রদর্শিত WBJEE অ্যাডমিট কার্ড ২০২৫ লিঙ্কটি নির্বাচন করতে হবে।
advertisement
তৃতীয় ধাপ: প্রদর্শিত নতুন পৃষ্ঠায় প্রার্থীদের লগইন বিবরণ দিতে হবে।
চতুর্থ ধাপ: সাবমিট নির্বাচন করতে হবে। এবার অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে।
পঞ্চম ধাপ: সমস্ত বিবরণ পরীক্ষা করুন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।
advertisement
আগামী ২৭ এপ্রিল, ২০২৫ তারিখে হবে WBJEE পরীক্ষা। পরীক্ষায় দুটি পেপার থাকবে, যেখানে পেপার ১ এ অঙ্কের প্রশ্ন থাকবে এবং পেপার ২ এ পদার্থবিদ্যা এবং রসায়নের প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে তিনটি ক্যাটেগরির প্রশ্ন থাকবে। উভয় পেপারেই প্রতিটি প্রশ্নের চারটি অপশন-সহ মাল্টিপল-চয়েস প্রশ্ন (MCQ) থাকবে।
পরীক্ষা হবে দুটি ধাপে। পেপার ১ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং পেপার ২ দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 4:27 PM IST