WBJEE 2024 Counselling Dates: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং শুরু কবে? শেষ কবে? সমস্ত খুঁটিনাটি জানাল বোর্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
WBJEE Counselling 2024 Schedule: এ বছর ২৮ এপ্রিল রাজ্য জুড়ে ডব্লিউবিজেইই-র আয়োজন করা হয়। পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ৬ জুন।
কলকাতা: শুরু হতে চলেছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং, জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ড সূত্রে খবর, রাজ্যের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনার সুযোগ মিলবে।
ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী ১০ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত অনলাইন কাউন্সেলিং বা ই-কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট আসনসংখ্যা ৩৫ হাজার।
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিং ২০২৪, দেশের সেরা ১০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ নাম প্রকাশিত, বাংলার কোন কলেজ তালিকায়?
শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন্স (অ্যাপাই) আয়োজিত ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জয়েন্ট পরীক্ষার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হয়। বোর্ডের তরফে আগামী ১০ জুলাই সন্ধে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হবে। চলবে ৫ অগস্ট পর্যন্ত। এর জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে।
advertisement
advertisement
এ বছর ২৮ এপ্রিল রাজ্য জুড়ে ডব্লিউবিজেইই-র আয়োজন করা হয়। পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ৬ জুন। চলতি বছরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এদের মধ্যে এক চতুর্থাংশ পড়ুয়া ভিনরাজ্যের। মহিলা কৃতীদের সংখ্যা এ বছর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কাউন্সেলিংয়ের বিভিন্ন পর্যায় সম্পর্কে সম্প্রতি একটি বিশদও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বোর্ডের তরফে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2024 6:11 PM IST