WBCHSE: একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কবে? স্কুলে স্কুলে বড় নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Raima Chakraborty
Last Updated:
WBCHSE: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার প্রয়োজন হলে স্কুলগুলি পরীক্ষা নিতে পারবে। এই মর্মে নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে নেওয়া যাবে স্কুলের পরীক্ষাও। এই মর্মে নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষাও নিতে পারবেন ওই দিনগুলিতে।
এই মর্মে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অপরিবর্তিত রাখা হলেও পরীক্ষা শুরুর সময়সীমা এগিয়ে আনার ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার! লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ! ঘুরে যাবে ‘খেলা’?
দুপুর ১২ টার পরিবর্তে সকাল ৯ঃ৪৫ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি বছরের। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে গত বৃহস্পতিবারই এই নির্দেশিকা দিয়েছে সংসদ। এর সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মঙ্গলবার নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা যেহেতু এগিয়ে আনা হয়েছে সেক্ষেত্রে স্কুলগুলি একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষাও নিতে পারবে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত পরীক্ষা নিতে পারবে। প্রসঙ্গত এতদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা থাকত সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। তারপর স্কুলগুলি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিত। কিন্তু চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই সময়সীমার পরিবর্তন করে দুপুর বারোটা থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর গত বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে সেই সময়সীমা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে জানিয়েছে স্কুলগুলি প্রয়োজন মনে করলে ওই দিনগুলিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিতে পারবে।প্রসঙ্গত স্কুল গুলি তাদের নিজেদের স্কুলেই এই বার্ষিক পরীক্ষা নেয় ছাত্র-ছাত্রীদের। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষার নম্বর স্কুল থেকে চেয়ে নেয়। তবে এ বছর এখনও পর্যন্ত বার্ষিক পরীক্ষার নম্বর স্কুলগুলি থেকে চাওয়া হবে কি না, তা নিয়ে কোনও অবস্থান নেয়নি সংসদ।
advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার সময়সীমাও এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকলেও সকাল নটা ৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করা হবে। এই মর্মেও ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯ঃ৪৫ থেকে দুপুর একটা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। অন্যদিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 24, 2024 2:24 PM IST







