Madhyamik 2026: আর এক সপ্তাহের অপেক্ষা! ২ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ মাধ্যমিক পরীক্ষা, রুটিন এক নজরে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Madhyamik 2026: শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা, যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।
কলকাতাঃ হাতে গোনা আর মাত্র এক সপ্তাহ। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা, যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।
আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে চোখ ঘষছেন? স্বস্তি মিললেও ক্ষতি হতে পারে, জানাচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ
২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষার সূচনা হবে প্রথম ভাষার পরীক্ষার মাধ্যমে। শেষ দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নেওয়া হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
২ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
advertisement
৩ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
advertisement
৬ ফেব্রুয়ারি – ইতিহাস
৭ ফেব্রুয়ারি – ভূগোল
৯ ফেব্রুয়ারি- গণিত
১০ ফেব্রুয়ারি- ভৌতবিজ্ঞান
১১ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার রুটিনে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR) চললেও পরীক্ষার উপর তার কোনও প্রভাব পড়বে না বলে স্পষ্ট করা হয়েছে। পর্ষদের তরফে পরীক্ষার্থীদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা কোনও গুজবে কান না দেয় এবং নির্ধারিত রুটিন অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যায়।
advertisement
মাধ্যমিক পরীক্ষা প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে প্রথম বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেই কারণে পরীক্ষার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন আয়োজন নিশ্চিত করতে বিশেষ নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 4:34 PM IST











