WB Madhyamik Result 2025: রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ, শুক্রবার কখন-কোথায় দেখবেন রেজাল্ট? জানুন এক ক্লিকে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
WBBSE West Bengal Madhyamik Class 10th Result 2025: শুক্রবার, ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে, কোথায় কোথায় দেখা যাবে রেজাল্ট। জানুন এক ক্লিকে...
কলকাতা: শুক্রবার, ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে, কোথায় কোথায় দেখা যাবে রেজাল্ট। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
কোথায় দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট?
advertisement
২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে wbbse.wb.gov.in
advertisement
কখন থেকে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল?
সকাল ৯টায় প্রেস কনফারেন্স করবে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ০২.০৫.২০২৫ তারিখ সকাল ৯:৪৫ টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে। সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
advertisement

মাধ্যমিকের ফলাফল ২০২৫
আরও পড়ুন: বাংলার একই স্কুল থেকে ISC-ICSE-তে জোড়া সম্ভাব্য প্রথম, সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
স্কুলে মার্কশিট কখন পাওয়া যাবে?
প্রতিটি স্কুলে ২ মে সকাল ১০টা থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ছাত্রছাত্রীরা বেলা ১২টার পর স্কুলে গিয়ে মার্কশিট নিতে পারবেন।
advertisement
রেজাল্ট দেখার জন্য যা যা লাগবে:
Roll Number (রোল নম্বর)
Date of Birth (জন্মতারিখ)
মাধ্যমিক রেজাস্ট ২০২৫ কীভাবে দেখবেন (How to Check Madhyamik Result 2025):
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in ওয়েবসাইটে যান।
২. ‘WB Madhyamik Class 10 result 2025’ লিঙ্কে ক্লিক করুন।
৩. Roll Number ও জন্মতারিখ দিন।
advertisement
৪. স্কোরকার্ডের PDF স্ক্রিনে এসে যাবে।
৫. ডাউনলোড করুন ও প্রিন্ট নিয়ে রেখে দিন।
২ মে, শুক্রবার ফলপ্রকাশ মাধ্যমিকের। ওইদিন সকালে ফলপ্রকাশ করবে মাধ্যমিক বোর্ড। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফলপ্রকাশের দিনই প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ড।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 6:55 PM IST