মালদহ: প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রাম। পড়াশোনার পরিবেশ নেই বললেই চলে। গ্রামের অধিকাংশ মানুষ কাজের খোঁজে দূর দূরান্তে ছুটে যায়। আর্থিক অনটনের কারণে অনেকেই পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে। সেখান থেকে পড়াশোনা চালিয়ে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট করল এক ছাত্রী। আদিবাসীদের মধ্যে রাজ্য মেধা তালিকায় স্থান পেয়েছে মালদহের গাজোলের সায়নিকা মুর্মু। মেধা তালিকায় সপ্তম স্থানে রয়েছে। সেই সুবাদে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা পেতে চলেছে গাজোলের হাতিমারি হাই স্কুলের ছাত্রী সায়নিকা মুর্মু। তার প্রাপ্ত নম্বর ৪৬৭।
কলা বিভাগের পড়ুয়া সায়নিকা ছোট থেকেই হাতিমারি হাই স্কুলে পড়াশোনা করেছে।তার এমন সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। খুশি প্রকাশ করেন হাতিমারি এলাকার আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষ। পিছিয়ে পড়া এলাকার স্কুল থেকে রাজ্য মেধা তালিকায় উঠে এসেছে স্কুলের পড়ুয়া। স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। আগামীতে তার সাফল্য কামনা করেছেন স্কুল কতৃপক্ষ। স্কুলের টিচার ইনচার্জ অপু পোদ্দার বলেন, আমাদের স্কুল পিছিয়ে পড়া এলাকায়। এখানকার পড়ুয়া টিউশন ঠিকমতো পড়তে পারেনা। ক্লাস নিয়ে থাকি ছাত্রছাত্রীদের।
আমাদের স্কুলের সায়নিকা ভালো ফল করেছে আমাদের খুব ভালো লাগছে। সায়নিকা মুর্মুর বাবা স্থানীয় একটি প্ল্যান্টে কাজ করেন। সেই সামান্য রোজগারে সংসার চলে। এমন পরিবার থেকে পড়াশোনা করতে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে। টিউশন তেমন পড়া হয়নি। নিয়মিত স্কুলে ক্লাস করেই এই সাফল্য এসেছে। আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে সায়নিকার।
আরও পড়ুন: 2,000 Note Exchange: ২,০০০ টাকার নোট পরিবর্তনের আগে সাবধান, নিয়ম না মানলেই আয়করে পকেট ফাঁকা
বাইরের কোন ভাল কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে।সায়ন্তিকা মুর্মু বলেন, আমার এই সাফল্যে খুব খুশি আমি। ভালো রেজাল্ট আশা করেছিলাম। আমাদের এলাকার অনেকেই পড়াশোনা ঠিকমতো করতে পারেনা। আগামীতে আমার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News, WB HS Result 2023