WB HS Result 2022: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল, আপনার রেজাল্ট জানতে দেখুন News18Bangla.com
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
WB HS Result 2022: বেলা ১২টা থেকেই নিউজ18 বাংলার ওয়েবসাইট news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন আপনার রোল এবং নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷
#কলকাতা: গত সপ্তাহে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল। আগামিকাল ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) ৷ বেলা ১২টা থেকেই নিউজ18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন আপনার রোল এবং নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল ৷
বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে ‘‘১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।’’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফলাফল জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন ৷ উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ২৭ এপ্রিল শেষ হয়েছিল এই পরীক্ষা ৷ এ বছর পরীক্ষা শেষ হওয়ার পর রেকর্ড সংখ্যক দিনে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে ৷ মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৷
advertisement
করোনাভাইরাসের জের কাটিয়ে পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টারে’ হয়েছে।
news18bangla.com-এ ১০ জুন, বেলা ১২টা থেকেই উচ্চ মাধ্যমিকের ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা ৷ এ ছাড়াও এসএমএস, মোবাইল অ্যাপের মাধ্যমেও জানা যাবে ফল ৷
view commentsLocation :
First Published :
June 09, 2022 10:12 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Result 2022: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল, আপনার রেজাল্ট জানতে দেখুন News18Bangla.com

