Birbhum News: অবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন হল বিশ্বভারতী! হঠাৎ কী হল প্রাচীন বিশ্ববিদ্যালয়ে!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন হল বোলপুর শান্তিনিকেতন। কী শুনে অবাক হচ্ছেন ভাবছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তাতে খবর করার কী রয়েছে? তবে এর পিছনে লুকিয়ে থাকা আসল ঘটনা জানলে অবাক হয়ে যাবেন আপনিও।
বীরভূম: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন হল বোলপুর শান্তিনিকেতন। কী শুনে অবাক হচ্ছেন ভাবছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তাতে খবর করার কী রয়েছে? তবে এর পিছনে লুকিয়ে থাকা আসল ঘটনা জানলে অবাক হয়ে যাবেন আপনিও।
প্রসঙ্গত, প্রায় ১৫ মাস পরে স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় স্থায়ী উপাচার্য পদে এলেন ড. প্রবীর কুমার ঘোষ। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে নতুন উপাচার্য নিয়োগের কথা জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হচ্ছেন ড. প্রবীর কুমার ঘোষ। তিনি ছত্তিশগড়ের রায়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটিক ম্যানেজমেন্টের উপাচার্য পদে নিযুক্ত ছিলেন।
advertisement
advertisement
তবে, ২০২৩ সালের ৮ নভেম্বর বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। এর পর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক। ২০২৪ সালের ২৫ মে কর্মসমিতির পদের মেয়াদ শেষ হওয়ার ফলে নিয়ম অনুসারে উপাচার্যের পদ থেকে অবসর নেন তিনি। পরে ২৯ মে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেন পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল।
advertisement
তাঁরও কর্মসমিতির সদস্যের মেয়াদ শেষ হয় আগস্ট মাসে। তারপর সেই পদে আনা হয় আদিবাসী সম্প্রদায়ের বিনয়কুমার সোরেনকে। দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় পঠনপাঠন ও যাবতীয় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করায় অব্যাহতি পেলেন সোরেন।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 5:17 PM IST

