৮-১০ ঘণ্টা পড়াশোনা করে প্রত্যন্ত গ্রামের ছেলের নজরকাড়া সাফল্য! মাধ্যমিকে চতুর্থ সিরুন্দির সেলিম
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Madhyamik Result: কেতুগ্রামের মহম্মদ সেলিম মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করে পূর্ব বর্ধমানের গর্ব বাড়িয়েছে। সেলিম তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছে এবং ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা প্রকাশ করেছে।
পূর্ব বর্ধমান: রাজ্য তথা পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্বল করল কেতুগ্রামের মহম্মদ সেলিম। কেতুগ্রামের নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সেলিম। সেলিম কেতুগ্রামের সিরুন্দি গ্রামের বাসিন্দা। এটা তার মামারবাড়ি। ছেলেবেলায় মা কে হারিয়েছে সেলিম , তারপর থেকে সে পাকাপাকি ভাবে মামারবাড়িতেই থাকতে শুরু করে। ছোট থেকেই পড়াশোনায় ভাল , এমনকি প্রতি ক্লাসে সে প্রথম স্থান অধিকার করত।
তবে এবার মাধ্যমিকে অর্থাৎ জীবনের প্রথম পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে সে তাক লাগিয়ে দিল। সেলিম জানিয়েছে, তার মা বেঁচে থাকলে এই সাফল্যে অনেকটাই খুশি হতেন। তবে সেলিম তার এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছে তার মামাকে।
advertisement
advertisement
সেলিম জানিয়েছে প্রথম থেকেই পড়াশোনার জন্য তার মামা তাকে অনেক সাহায্য করেছে। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই সেলিম। এই সাফল্যে সে অনেকটাই আনন্দিত হয়েছে । সেলিমের ডান পায়ে সমস্যা রয়েছে, হাঁটা চলা করতে তার সমস্যা হয়। আর পাঁচটা ছেলে যেমন খেলাধুলা করত, সেলিম কিন্তু সেভাবে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতো না। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা ধরে চলতো পড়াশোনা। অবসর সময়ে সেলিম গল্পের বই পড়তে ভালোবাসতো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তার সবথেকে পছন্দের। গাছপালার দিকেও অল্প কিছুটা ঝোঁক রয়েছে।
advertisement
গুলি-বারুদ ছাড়াই ‘ধ্বংস’ হবে পাকিস্তান! পহেলগাঁওয়ের বদলা নিতে যা প্রস্তুতি নিয়েছে ভারত…শুনলে চমকাবেন!
সেলিমের মোট চারজন শিক্ষক ছিল। মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার ৬৯২। বাংলায় পেয়েছে ১০০, ইংরাজিতে ৯৫, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৮ এবং ভূগোলে তার প্রাপ্ত নাম্বার ১০০। সেলিমের এই সাফল্যে তার গ্রাম জুড়েও বর্তমানে খুশির হাওয়া। নজরকাড়া সাফল্যে খুশি বহু মানুষ।পরীক্ষার তিন মাসের মধ্যেই মাধ্যমিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। একেবারে ৭০ দিনের মাথায় ঘোষিত হল ফলাফল।
advertisement
আজ, ২ মে ২০২৫, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এই বছর মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৫,৫৫,৯৫০ জন ছাত্রী এবং ৪,২৮,৮০৩ জন ছাত্র। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১০ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত, রাজ্যের ২,৬৮৩টি কেন্দ্র জুড়ে। গত বছর পূর্ব বর্ধমান জেলা থেকে ৪১ হাজার ৬০৬ জন মাধ্যমিক দিয়েছে। তবে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৮৪৮ জন। পূর্ব বর্ধমানে ছাত্র থেকে ছাত্রির সংখ্যা বেশি। পূর্ব বর্ধমান থেকে পরীক্ষা দিয়েছিল ১৯ হাজার ৪৪৮ জন ছাত্র ও ২৬ হাজার ৪০০ জন ছাত্রী।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 1:30 PM IST