Job Fair: আইটিআই পাস করলে বড় সুযোগ! জব ফেয়ারে ইন্টারভিউ দিলেই চাকরি
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুর্শিদাবাদ জেলাতে আয়োজিত হচ্ছে চাকরির মেলা। আপনি কি চাকরি খুঁজছেন? তবে এবার আইটিআই পাশ করলেই মিলছে সেই চাকরি। মুর্শিদাবাদের হরিহরপাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটে জব ফেয়ার। যে মেলায় চাকরির সুযোগ দিতে ১০ টি নামি- দামী কোম্পানি অংশ নেয়।
কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদ জেলাতে আয়োজিত হচ্ছে চাকরির মেলা। আপনি কি চাকরি খুঁজছেন? তবে এবার আইটিআই পাশ করলেই মিলছে সেই চাকরি। মুর্শিদাবাদের হরিহরপাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটে জব ফেয়ার। যে মেলায় চাকরির সুযোগ দিতে ১০ টি নামি- দামী কোম্পানি অংশ নেয়। আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত সহ বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা এ দিন এই জব ফেয়ারে অংশ নেন। একই সঙ্গে একাধিক কোম্পানিতে রেজিস্ট্রেশন এবং ইন্টারভিউয়ে সুযোগ পান ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। প্রায় ৫০০ ছাত্র ছাত্রী এদিনের জব ফেয়ারে নাম নথিভুক্ত করান এবং ইন্টার্ভিউ দেন বলেই জানা গেছে। যদিও কাজের সুযোগ জেলার বাইরে। প্লেসমেন্ট বাইরে হলেও জব পাওয়াই মূল লক্ষ্য জানান ইন্টার্ভিউ দিতে আসা তরুণ, তরুণী।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, নন টেকনিক্যাল কোম্পানি এসেছে। আইটিআই কলেজের পড়ুয়ারা যারা এবছর পাস করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মিলছে। আশেপাশের এলাকার ছাত্র ছাত্রীদেরও কাজের প্রয়োজন। সেই প্ল্যাটফর্ম আজ তারা পেয়েছেন।
advertisement
হরিহরপাড়ায় এই ধরনের উদ্যোগ একেবারেই নতুন। যা কাজের সুযোগ দেয় অন্যদিকে অভিজ্ঞতাও বাড়ায় বলেই মনে করছেন ছাত্র, ছাত্রীরা। চাকরির মেলা নিয়ে আশাবাদী চাকরিপ্রার্থীরা। বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা হাজির ছিলেন এদিন। আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথোপকথন হয় তাদের। হরিহরপাড়া আইটিআই এ জব ফেয়ারের ব্যবস্থাপনাকে সাধুবাদ জানান বিভিন্ন কোম্পানির টেকনিক্যাল এক্সপার্টরা। দেশ ছেড়ে ভিন দেশেও কাজের সুযোগ থাকছে বলেই জানা যায়। ইন্টার্ভিউয়ের পর হয় বাছাই পর্ব। যোগদানের সময় ২১ হাজার টাকা বেতন, জানান জব ফেয়ারে অংশ নেওয়া কোম্পানির কর্তারা।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 6:59 PM IST