#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশ স্টেট ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্সেসের (Uttar Pradesh State Institute of Forensic Sciences) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এডুকেশনাল এবং নন-অ্যাকাডেমিক পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হওয়া নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সম্প্রতি লখনউতে এই মিটিংয়ের আয়োজন করা হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে উত্তরপ্রদেশ স্টেট ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্সেসের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Forensic Dept Recruitment 2022: আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই বিষয়ে আলাপ-আলোচনা করছেন। এই বিষয়ে শীঘ্রই তাঁরা কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। প্রার্থীদের এ ক্ষেত্রে ফরেনসিক সায়েন্সেসের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: ফেরারি থেকে বিশেষ BMW, বার্থডে বয় সচিনের গ্যারাজে কী সব গাড়ি রয়েছে জানেন?
Forensic Dept Recruitment 2022: শূন্যপদের সংখ্যা UPSIFS-এর অনুমতি সাপেক্ষে বর্তমানে মোট ১৩১টি আসন রয়েছে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে প্রার্থীদের মূলত অ্যাকাডেমিক ও নন-অ্যাকাডেমিক ক্যাডারের পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: কলেজে পর্নোগ্রাফি ক্লাস, শিক্ষক-পড়ুয়া একসঙ্গেই দেখবে নীলছবি! কী মারাত্মক কাণ্ড
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তরপ্রদেশ স্টেট ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্সেস (Uttar Pradesh State Institute of Forensic Sciences) |
পদের নাম: | একাডেমিক ও নন-একাডেমিক ক্যাডার |
শূন্যপদের সংখ্যা: | ১৩১ |
কাজের স্থান: | উত্তরপ্রদেশ |
কাজের ধরন: | এডুকেশনাল কোর্স ও নন-অ্যাকাডেমিক ক্যাডার |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ তারিখ: কিছু জানানো হয়নি
Forensic Dept Recruitment 2022: বিশেষ ঘোষণা প্রতিষ্ঠানের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন যে, সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে UPSIFS-এর অধীনে এডুকেশনাল কোর্স চালু করার কথা ভাবছেন তারা। এই বিষয়ে তাঁরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। বর্তমান পরিকল্পনা অনুযায়ী UPSIFS-এর অধীনে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে।
Forensic Dept Recruitment 2022: কোর্সের বিস্তারিত বিবরণ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী জুন-জুলাই থেকে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে। এর জন্য উপযুক্ত পরিকাঠামোও গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফরেনসিক সায়েন্স ইনস্টিটিউটের অধীনে সমগ্র পরিকাঠামো বাস্তবায়িত হলে শীঘ্রই এই কোর্স চালু করা সম্ভব হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Job, Job News