UP Board 10th Results 2023: দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় অসাধারণ সাফল্য কৃষক-কন্যার, অভাবকে জয় করে নজির অনুষ্কার
- Published by:Ankita Tripathi
- local18
Last Updated:
উত্তরপ্রদেশের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯৭.১৭ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থানে অনুষ্কা প্যাটেল৷
বাবা কৃষক, মা গৃহবধু৷ অভাব অনটন নিত্য সঙ্গী৷ তাতে কী? কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ই হল সাফল্যের আসল চাবিকাঠি৷ একথা নিজের দুর্দান্ত ফলাফল দিয়ে আবার প্রমাণ করলেন অনুষ্কা৷ উত্তরপ্রদেশের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯৭.১৭ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থানে অনুষ্কা প্যাটেল৷
গতকালই প্রকাশিত হয়েছে ইউপি বোর্ডের দশম শ্রেণির ফলাফল প্রকাশ পেয়েছে৷ অন্যান্য বছরগুলির মতো এইবছরও ছাত্রদের পেছনে ফেলে উজ্জ্বল প্রদর্শন করেছেন ছাত্রীরা৷ ৯৮.৩৩ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন প্রিয়াংশি সোনি৷ তেমনই রাজ্যের প্রথম দশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে সাড়া ফেলেদিয়েছেন একেবারে দরিদ্র পরিবারের কন্যা অনুষ্কা৷
advertisement
উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার শ্রী সাই ইন্টার কলেজের ছাত্রী অনুষ্কা প্যাটেলের ৬০০-এর মধ্যে প্রাপ্ত নম্বর ৫৮৩৷ নিজের স্কুল তো বটেই, অনুষ্কা তাঁর জেলারও গর্ব৷ মেয়ের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন অনুষ্কার বাবা রাজেশ কুমার ও মা শৈলেন্দ্রী ভার্মা৷ তাঁরা জানালেন, দিনরাত এক করে লেখাপড়া করেছেন অনুষ্কা৷ সামান্য আয়ের ফলে সন্তানকে সমস্তরকম সুবিধা দিতে পারেননি তাঁরা৷ তবে, আর্থিক সমস্যা থাকলেও মেয়েকে ঘিরে অনেক স্বপ্ন তাঁদের৷ আর মেয়ের স্বপ্ন কি?
advertisement
অনুষ্কা জানালেন তিনি ভবিষ্যতে ডাক্তার হতে চান৷ দুস্থ মানুষদের সেবা করতে চান৷ তাঁর ভবিষ্যতের লড়াইতে পাশে থাকবেন তাঁর মা-বাবা৷ ঠিক যেমনভাবে বোর্ডের পরীক্ষার সময় সব প্রতিকুলতাকে কাটিয়ে উঠতে তাঁর পাশে থেকেছেন৷ প্রতিভাবান এই ছাত্রী জানালেন মা বাবার মতো তাঁর পাশে ছিলেন তাঁর স্কুলের শিক্ষকরাও৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 4:57 PM IST