UPSC-Viral News: ঠিক যেন '‘12th Fail’'-এর মনোজ! পাঁচ বারের চেষ্টায় UPSC-তে সফল সবজি বিক্রেতার মেয়ে স্বাতী!

Last Updated:

UPSC-Viral News: বাবা সবজি বিক্রেতা! স্বপ্ন ছিল মেয়ে বড় অফিসার হবে! ইচ্ছে শক্তিতে জিতে গেলেন স্বাতী ও তাঁর বাবা মা! ঠিক যেন IPS মনোজকুমার শর্মার কাহিনি! জানলে চোখে জল আসবে!

সোলাপুর: কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপরার ছবি ‘১২ ফেল’! এই ছবিতে পঞ্চমবারের চেষ্টায় সাফল্য পেয়েছিল না খেতে পাওয়া ঘরের ছেলে মনোজ কুমার শর্মা! এই চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত মাসি! লড়াই কাকে বলে দেখেছিল দর্শক! তবে সিনেমা তো বাস্তবের বাইরে নয়! ঠিক যেন মনোজের মতোই লড়ে পঞ্চমবারের চেষ্টায় সব জিতে নিল স্বাতী! এই মেয়ের বাবা সোলাপুরে সবজি বিক্রি করেন! কষ্ট করে চলে দিন! বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় অফিসার হবে! কঠোর পরিশ্রম করে মেয়েকে পড়াশুনো করান বাবা! এক বেলা খেয়ে কঠিন লড়াই করে মেয়েও! অবশেষে সাফল্য এল! সম্প্রতি ঘোষিত সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় স্বাতী মোহন রাঠোড় বড় সাফল্য পেয়েছেন। অনেক অসুবিধার সম্মুখীন হয়েও তিনি ৪৯২ তম স্থান অর্জন করেছেন। এই পরিবারের প্রশংসায় মেতেছেন গোটা সোলাপুরের মানুষ!
স্বাতী মোহন রাঠোর মূলত সোলাপুরের একটি বানজারা পরিবারের মেয়ে। বাড়ির খারাপ অবস্থার কারণে সব সময় অসুবিধেয় পড়তে হয় তাকে। স্বাতীর পরিবারে তিন বোন ও এক ভাই। স্বাতীর বাবা মা দুজনেই সবজি বিক্রি করেন বাজারে! ছোট্ট একটি ঘরে ভাড়া থাকেন তারা! সেখানেই চলে লড়াই! আর সেই লড়াই এবার স্বাতীর সঙ্গে জিতে গেলেন তার বাবা-মা ও গোটা পরিবার!
advertisement
advertisement
স্বাতী মিউনিসিপ্যাল ​কর্পোরেশন স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন। মুম্বাইয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। মুম্বাইয়ে খরচ বহন করতে না পারায় তারা সোলাপুরে থাকতে চলে আসেন। এরপর স্বাতী সোলাপুরের ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১২ পাশ করেন। সোলাপুরের বসুন্ধরা কলেজ থেকে স্নাতক শেষ করার পর তিনি ওয়ালচাঁদ কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করেন। পড়াশুনো করার সময়, তিনি একটি অনুষ্ঠানে UPSC সম্পর্কে জানতে পারেন এবং UPSC পরীক্ষা দিয়ে অফিসার হওয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতির সঙ্গে লড়াই করে স্বাতী পড়াশোনা শুরু করেন। তিনি UPSC পরীক্ষায় চারবার ব্যর্থ হন। তবে, তিনি ব্যর্থতায় ক্লান্ত হননি এবং চেষ্টা চালিয়ে যান। স্বাতী বলেন, “আমি সমস্যার চেয়ে সমাধানকে বেশি গুরুত্ব দিয়েছি এবং সেগুলি নিয়ে কাজ করেছি।” সম্প্রতি এই পরীক্ষার ফল ঘোষণা করা হয় এবং স্বাতী পঞ্চম প্রচেষ্টায় সাফল্য পান।
advertisement
সোলাপুরের বানজারা সম্প্রদায়ের প্রথম মেয়ে স্বাতী রাঠোড় ইউপিএসসি পরীক্ষায় পাস করেছেন। তার মা বলেন, স্বাতীর সাফল্যে তারা গর্বিত। স্বাতী জানান, “আমার বাবা-মা আমাকে খুব কষ্ট করে শিখিয়েছেন। মাঝে মাঝে মা সোনা বন্ধক রাখলেও পড়ালেখায় সমস্যা হতে দেননি।” এ যেন ঠিক সিনেমার মতো!
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC-Viral News: ঠিক যেন '‘12th Fail’'-এর মনোজ! পাঁচ বারের চেষ্টায় UPSC-তে সফল সবজি বিক্রেতার মেয়ে স্বাতী!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement