Amla Benefits: খালি পেটে আমলকির রস খেলে কী হয়? আপনি খাচ্ছেন কি? ডাক্তারের মত জানলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Amla Benefits: চিকিৎসকের মত জানলে সত্যিই অবাক হবেন! আপনি খাচ্ছেন কি আমলকি রস
advertisement
ডক্টর মিলটন বিশ্বাসের কথায় আমলকির রস মানব শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শরীরের মধ্যে চর্বি জমা হতে দেয় না। পাশাপাশি আমলকির রসে থাকা হাই ফ্যাট বার্নিং প্রপার্টিজ দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। তবে শুধু তাই নয় আমলকি দ্রুত খাবার হজম করতে সহায়তা করে photo source collected
advertisement
advertisement
advertisement
অনেকেই রয়েছেন যারা প্রতিদিনের খাদ্য তালিকায় আমলকির রস পান করেন, কিম্বা আমলকি খেয়ে থাকেন। যারা নিয়মিত আমলকি খান তাদের স্বাস্থের জন্য এটি ইতিবাচক ভূমিকা পালন করে বলেই মত চিকিৎসকের। কারণ আমলকির রস শরীরের মধ্যে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। photo source collected
advertisement
advertisement
advertisement
তবে শুধু ত্বকই নয় আমলকি চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা চুল পড়া হ্রাস করে এবং চুলকে উজ্জ্বল এবং আরও মসৃণ করে তোলে।আমলকির এই সকল পুষ্টিগুণের কারণে, আমলকির রস পান করার পরামর্শ দিচ্ছেন ডক্টর মিলটন বিশ্বাস। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী) photo source collected