#নয়াদিল্লি: সর্বভারতীয় সিভিল সার্ভিসের ফল প্রকাশিত হল। ২০২১-এর রেজাল্টে দারুণ ফলাফল মেয়েদের। প্রথম চারটি স্থানেই রয়েছেন মেয়েরা। প্রথম স্থানে রয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা আগরওয়াল। তৃতীয় স্থান পেয়েছেন গামিনী সিংলা আর চতুর্থ স্থানে রয়েছেন ঐশ্বর্য বর্মা। সোমবারই ফল প্রকাশিত হয়েছে UPSC সিভিল সার্ভিসের। (UPSC Civil Services Final Result)
উপিএসসি-র অফিশিয়াল সাইট upsc.gov.in-এ গিয়ে সিভিল সার্ভিস ফাইনাল রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। এবার পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করছেন শ্রুতি শর্মা। কে এই শ্রুতি শর্মা? উত্তর প্রদেশের বিজনোর শহরের বাসিন্দা শ্রুতি, তিনি দিল্লিতে তাঁর শিক্ষা শেষ করেন। শ্রুতি শর্মা একজন ইতিহাসের ছাত্রী ছিলেন যিনি দীর্ঘদিন ধরেই UPSC CSE পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে চলেছিলেন।
আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক ফলাফলের ইঙ্গিত, সবার আগে রেজাল্ট জানুন News18 Bangla-য়
সেন্ট স্টিফেনস কলেজ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় উভয় জায়গাতেই পড়াশোনা করেছেন এই শ্রুতি শর্মা। এছাড়া দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে ও UPSC পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন শ্রুতি। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া আবাসিক কোচিং অ্যাকাডেমিতে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।
Congratulations to all those who have cleared the Civil Services (Main) Examination, 2021. My best wishes to these youngsters who are embarking on their administrative careers at an important time of India’s development journey, when we are marking Azadi Ka Amrit Mahotsav.
— Narendra Modi (@narendramodi) May 30, 2022
I fully understand the disappointment of those who couldn’t clear the Civil Services Exam but I also know that these are outstanding youngsters who will make a mark in any field they pursue and make India proud. My best wishes to them.
— Narendra Modi (@narendramodi) May 30, 2022
আরও পড়ুন: মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত?
এক নজরে দেখে নিন এ বছরের ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২১-এর টপারদের।
প্রথম স্থান - শ্রুতি শর্মা
দ্বিতীয় স্থান- অঙ্কিতা আগরওয়াল
তৃতীয় স্থান - গামিনী সিঙ্গলা
চতুর্থ স্থান - ঐশ্বর্ষ ভার্মা
পঞ্চম স্থান - উত্তর্ক দ্বিবেদী
ষষ্ঠ স্থান - যক্ষ চৌধুরী
সপ্তম স্থান - সম্যক এস জৈন
অষ্টম স্থান - ইশিতা রাঠি
নবম স্থান - প্রীতম কুমার
দশম স্থান - হরকিরাত সিং রনধাওয়া
ইউপিএসসি সিএসই প্রিলিমিনারি পরীক্ষা গত ১০ অক্টোবর, ২০২১-এ অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের ৭ থেকে ১৬ জানুয়ারি মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর ফলাফল ঘোষণা হয়েছিল ১ মার্চ, ২০২২ তারিখে। ছিল পরীক্ষার শেষ রাউন্ডের সাক্ষাৎকার শুরু হয়েছিল ৫ এপ্রিল। যা ২৬ মে শেষ হয়েছে। এরপরই ফলাফল ঘোষণা করল UPSC।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।