UGC: মান কমেছে, অস্বচ্ছতার অভিযোগ! জার্নাল প্রকাশের ক্ষেত্রে এবার বড় সিদ্ধান্ত নিল ইউজিসি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জার্নাল প্রকাশের ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবে আর সিদ্ধান্ত নয়। বাতিল করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি কেয়ার তালিকা, বিকেন্দ্রীকরণ করল ইউজিসি।
কলকাতা: জার্নাল প্রকাশের ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবে আর সিদ্ধান্ত নয়। বাতিল করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি কেয়ার তালিকা, বিকেন্দ্রীকরণ করল ইউজিসি। প্রকাশ জার্নাল প্রকাশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির হাতে ফিরতে চলেছে ক্ষমতা। জাতীয় আন্তর্জাতিক স্তরের বিভিন্ন জার্নালে মানদন্ড, জার্নাল বাছাইয়ের খেতে অস্বচ্ছতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত কমিশনের। ২০১৮ সালে জার্নালের উৎকর্ষতা বৃদ্ধির জন্য ইউজিসি কেয়ার তৈরি করে।
এই তালিকায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরের তালিকা প্রকাশ করা হত। সাত বছর বাদ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইউজিসি সেই তালিকা আর তৈরি করবে না বলে জানাচ্ছে। তার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে খারাপ এবং ভাল জার্নালের মধ্যে তুলল মূল্য বিচারে অসঙ্গতি দেখা গেছে। আঞ্চলিক ভাষার ক্ষেত্রে যে সমস্ত জার্নাল প্রকাশ হয়েছে তা এই তালিকা থেকে বাদ পড়েছে। যা পরবর্তীকালে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
advertisement
advertisement
এডিটারি জার্নালের ক্ষেত্রে উৎকর্ষতা ও মান নিম্নমানের ছিল বলে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে মঞ্জুরি কমিশনের কাছে। ক্রেডিবল জার্নাল এর চেয়ে লেস ক্রেডিবল জার্নাল গুরুত্ব পেয়েছে।
advertisement
কেন্দ্রীয়ভাবে থেকে বিকেন্দ্রিকরণ হওয়ার পর প্রশ্ন উঠছে শিক্ষক মহলে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলির জার্নাল প্রকাশের ক্ষেত্রে মানদন্ড ঠিক থাকবে?
জার্নাল প্রকাশ-সহ পর্যবেক্ষণের জন্য যে খরচ তার অর্থ কোথা থেকে আসবে। তা উল্লেখ নেই ইউ জি সি দেওয়া বিজ্ঞপ্তিতে। কী নিয়ম মেনে এই জার্নাল প্রকাশ করতে হবে কি তার মানদন্ড কি করতে হবে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 7:17 PM IST