UGC: উচ্চশিক্ষায় বড়সড় রদবদল, চাইলে এক সঙ্গে দুটি ইউজি, পিজি প্রোগ্রাম, UGC-র খসড়ায় নতুন আর কী কী? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
উচ্চশিক্ষায় বড়সড় রদবদলের খসড়া প্রকাশ করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। বৃহস্পতিবার এই খসড়া প্রকাশ করেন ইউজিসি-র চেয়ারম্যান।
কলকাতা: উচ্চশিক্ষায় বড়সড় রদবদলের খসড়া প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। বৃহস্পতিবার এই খসড়া প্রকাশ করেন ইউজিসি-র চেয়ারম্যান। নতুন কী কী রয়েছে এই খসড়ায়?
যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বছরে দু’বার করে অ্যাডমিশন নেওয়ার ক্ষমতা আছে, সেই সব বিশ্ববিদ্যালয় বছরে দু’বার অ্যাডমিশন নিতে পারবে।
জুলাই-অগাস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি সেশনে ভর্তি প্রক্রিয়া
advertisement
উচ্চমাধ্যমিকে যাই পাঠক্রম থাকুক না কেন, যে-কোনও পড়ুয়া এলিজিবিলিটি টেস্টে পাশ করলেই যে-কোনও বিষয় নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে
একজন পড়ুয়া চাইলে এক সঙ্গে দুটি ইউজি এবং পিজি প্রোগ্রাম পড়তে পারবেন
advertisement
একটি কোর্স থেকে যে কোনও সময় এগজিট করতে পারবেন একজন পড়ুয়া
এছাড়াও থাকছে ফ্লেক্সিবল অ্যাটেন্ড্যান্স পলিসি ও ডিগ্রির জন্য ক্রেডিট ডিস্ট্রিবিউশন
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2024 5:09 PM IST