'এই গর্ব রাজ্যের', জাতীয় পুরস্কার পেলেন বাংলার দুই শিক্ষক! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

জাতীয় শিক্ষক অ্যাওয়ার্ড ২০২৫-পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্মানিত শিক্ষককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সম্মানিত শিক্ষককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
কলকাতা: জাতীয় শিক্ষক অ্যাওয়ার্ড ২০২৫-পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে এই সম্মানে ভূষিত করা হয়। দুই শিক্ষক ছাড়াও আরও ১৬ জন শিক্ষককেও সম্মানে ভূষিত করা হয়।
এই প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ” আমাদের গর্বের বিষয় দুর্গাপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে ২০২৫ সালের জাতীয় শিক্ষক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। একইসঙ্গে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য আরও ১৬জনকেও সারা ভারতজুড়ে সম্মানে ভূষিত করা হয়েছে।”
advertisement
advertisement
advertisement
এই সম্মান যে রাজ্যের শিক্ষা পরিকাঠামোগত উন্নতির পথে এক বড় মাইলফলক, সেই বিষয়ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “এই সম্মান রাজ্য সরকার যে বিশ্বমানের কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির সুযোগ তৈরির ক্ষেত্রে বদ্ধপরিকর।”
একইসঙ্গে সম্মানপ্রাপকদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সম্মান প্রাপকদের এবং তাঁদের পরিবার ও কারিগরি বিদ্যার প্রত্যেক সদস্যদের শুভেচ্ছা। ট্রেনিং এবং কারিগরি এক সুন্দর রাজ্য গড়ে তোলার জন্য ধন্যবাদ।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
'এই গর্ব রাজ্যের', জাতীয় পুরস্কার পেলেন বাংলার দুই শিক্ষক! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement