'এই গর্ব রাজ্যের', জাতীয় পুরস্কার পেলেন বাংলার দুই শিক্ষক! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মুখ্যমন্ত্রী
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জাতীয় শিক্ষক অ্যাওয়ার্ড ২০২৫-পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: জাতীয় শিক্ষক অ্যাওয়ার্ড ২০২৫-পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে এই সম্মানে ভূষিত করা হয়। দুই শিক্ষক ছাড়াও আরও ১৬ জন শিক্ষককেও সম্মানে ভূষিত করা হয়।
এই প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ” আমাদের গর্বের বিষয় দুর্গাপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে ২০২৫ সালের জাতীয় শিক্ষক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। একইসঙ্গে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য আরও ১৬জনকেও সারা ভারতজুড়ে সম্মানে ভূষিত করা হয়েছে।”
advertisement
advertisement
Proud to share that two of our Instructors from Government Industrial Training Institute, Durgapur – Sri Sukanta Konar and Sri Indranil Mukherjee – have been awarded the National Teachers’ Award 2025 for excellence in Vocational Training among 16 awardees across India.
This…
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2025
advertisement
এই সম্মান যে রাজ্যের শিক্ষা পরিকাঠামোগত উন্নতির পথে এক বড় মাইলফলক, সেই বিষয়ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “এই সম্মান রাজ্য সরকার যে বিশ্বমানের কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির সুযোগ তৈরির ক্ষেত্রে বদ্ধপরিকর।”
একইসঙ্গে সম্মানপ্রাপকদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সম্মান প্রাপকদের এবং তাঁদের পরিবার ও কারিগরি বিদ্যার প্রত্যেক সদস্যদের শুভেচ্ছা। ট্রেনিং এবং কারিগরি এক সুন্দর রাজ্য গড়ে তোলার জন্য ধন্যবাদ।”
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 3:19 PM IST