Higher Secondary Result 2025: উচ্চমাধ্যমিকে সেরা দশের তালিকায় এক স্কুলের তিন ছাত্রী! জানলে গর্বিত হবেন

Last Updated:

Higher Secondary Result 2025: মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় থেকেই সেরা দশের পঞ্চম স্থানে রয়েছে এক ছাত্রী ঐশিকী দাস। এছাড়া অষ্টম স্থানে রয়েছে এই স্কুলের আরোও দুই কৃতী ছাত্রী লিনা দাস ও কৃষ্টি সরকার।

+
তিন

তিন কৃতী ছাত্রীর সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক

কোচবিহার: উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল ঘোষণা করা হয়েছে ৭ মে। রাজ্যে সেরা দশের কৃতী তালিকায় রয়েছে কোচবিহারের ছয় কৃতী। আর এতেই স্বভাবতই আনন্দ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। তবে এবার জেলার এক স্কুলের তিনজন ছাত্রীর নাম রয়েছে সেরা দশের তালিকায়। কোচবিহারের মূল শহরের থেকে কিছুটা দূরে মহিষবাথান এলাকা। এই এলাকায় রয়েছে মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকেই সেরা দশের পঞ্চম স্থানে রয়েছে এক ছাত্রী। এছাড়া অষ্টম স্থানে রয়েছে এই স্কুলের আরোও দুই কৃতী ছাত্রী।
advertisement
রাজ্যে পঞ্চম স্থানাধিকারী ঐশিকী দাস জানায়, \”উচ্চমাধ্যমিকের ফলাফলে রাজ্যে পঞ্চম হওয়ার বিষয়টি সে আগে ভাবতে পারেনি। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯৩। আগামীদিনে গবেষক হতে চায় সে। গবেষক হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চায়। তাঁর এই সাফল্যে খুশি তাঁর পরিবার ও শিক্ষকেরা।\” রাজ্যে অষ্টম স্থনাধিকারী লিনা দাস জানায়, \”উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই সফলতা অনেকটাই খুশি করেছে তাঁকে এবং তাঁর পরিবারকে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯০। আগামীতে ডাক্তার হতে চায় সে। ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায় সে। তাঁর সাফল্যে খুশি বহু মানুষ।\”
advertisement
রাজ্যে অষ্টম স্থানাধীকারী আরেক ছাত্রী কৃষ্টি সরকার জানায়, \”পড়াশোনার প্রতি ভালোলাগা রয়েছে সবসময়। তাইতো তাঁর এই সফলতায় অনেকটাই খুশি সকলে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯০। তার এই সফলতায় খুশি পরিবার ও স্কুল কর্তৃপক্ষ।\” মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদার জানান, \”তাঁর বিদ্যালয় থেকে পরপর তিনজন এমন সফলতা পেয়েছে জেনেই আনন্দিত হয়ে পড়েছেন তিনি। ছাত্রীদের সকলের আরোও অনেক সফলতা কামনা করছেন তিনি। জেলার আরোও কৃতীরা থাকলেও একটি স্কুল থেকে এই তিনজন কৃতী মেধাতালিকায় রয়েছে। মূলত এই কারনেই স্কুলের নাম ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে।\”
advertisement
জেলা কোচবিহারের মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় থেকে আগেও বহু কৃতী মেধা তালিকায় স্থান পেয়েছে। এবারে একসঙ্গে তিন জন কৃতীর এই সাফল্যে রীতিমত খুশি বিদ্যালয় কতৃপক্ষ। আগামীতে বিদ্যালয়ের নাম আরোও উজ্জ্বল হয়ে উঠুক এটাই প্রত্যাশা সকলের। আগামীতে ঐশিকী, লিনা এবং কৃষ্টির মতন আরোও বহু কৃতী মেধা তালিকায় নিজেদের স্থান অধিকার করুক এটাই আশা সকলের।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Result 2025: উচ্চমাধ্যমিকে সেরা দশের তালিকায় এক স্কুলের তিন ছাত্রী! জানলে গর্বিত হবেন
Next Article
advertisement
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
  • ফুসফুসে মিলল ২০০ এমএল জল, দাবি ময়নাতদন্ত রিপোর্টে৷

  • নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর সমালোচনার ঝড়৷

  • শনিবার ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement