Howrah News: শখ পূরণের পাশাপাশি ছাত্র বয়স থেকেই স্বনির্ভর হওয়ার সুযোগ ভারতীয় ডাক বিভাগে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
ভারতীয় ডাক বিভাগে সহযোগিতায় ফিলাটেলি অ্যাকাউন্ট খুলে ছাত্র বয়স থেকে একজন সংগ্রহ কাজ শুরু করার সুযোগ
রাকেশ মাইতি, হাওড়া: শখ পূরণের পাশাপাশি স্বনির্ভর হওয়ার সুযোগ ভারতীয় ডাক বিভাগের সহযোগিতায়! বর্তমান দিনে একজন সংগ্রাহক হিসাবে প্রতিষ্ঠিত হবার সুযোগ রয়েছে ডাক বিভাগের মাধ্যমে। ফিলাটেলি অ্যাকাউন্ট এর মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী শুরু করতে পারে সংগ্রহের কাজ। নিজের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সখ পূরণ এবং ভবিষ্যতে একজন সুপ্রতিষ্ঠা সংগ্রাহক হতে পারে যে কেউ। এই সুযোগ কাজে লাগিয়ে দেশে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছে। শৈশব থেকে এই সংগ্রহের মাধ্যমে জানার জগতে প্রবেশ করলে বর্তমান সময়ে মোবাইল আসক্তির মত সমস্যাও দূর হবে ছেলে মেয়েদের।
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
ভারতীয় ডাক বিভাগে ছাত্র-ছাত্রীদের জন্য মাত্র ৩০০ টাকার বিনিময়ে একাউন্ট শুরু করা যায়। এর মাধ্যমে সদ্য রিলিজ হওয়া স্ট্যাম্প সংগ্রহ করতে পারবে ছাত্র-ছাত্রী। একইসঙ্গে এই ফিলাটেলি অ্যাকাউন্টের মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ‘ দীন দয়াল স্পর্শ ‘ যোজনায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই প্রতিযোগিতায় অধিকার করলে ৫০০০ টাকা স্কলারশিপ এর সুযোগ। শৈশব থেকে এই স্ট্যাম্প সংগ্রহ ছাত্র-ছাত্রীদের মধ্যে আরও জানার প্রসারিত করে। যার মাধ্যমে নিজস্ব জ্ঞান-বৃদ্ধি সেই সঙ্গে নিজের সংগ্রহ থেকে অর্থ উপার্জনের ভাল দিক রয়েছে। ডাক বিভাগ থেকে স্ট্যাম্প সংগ্রহ পাশাপাশি ঐতিহাসিক নানা জিনিস সংগ্রহ করা যায়। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সংগ্রাহক হতে পারলে, এই পেশায় ভাল উপার্জনের দিক রয়েছে। তবে এ বিষয়ে অভিজ্ঞ সংগ্রাহকদের মতামত হল, আগে জ্ঞান ও শখের নেশায় সংগ্রহ। পরবর্তী সময়ে এই পথ ভাল উপার্জনের পথ দেখাবে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে আন্তর্জাতিক স্তরের সংগ্রাহক প্রশান্ত কুমার দাস জানান, সংগ্রাহক হিসাবে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। শৈশব থেকে এ বিষয়ে শখ থাকতে হবে সংগ্রহের নেশা থাকতে হবে। পরবর্তী সময়ে এই নেশা উপার্জনের পথ দেখাবে। অন্যদিকে এই সংগ্রহ বা জানার ইচ্ছা বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের জন্য একটা ভাল দিক। এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে পারবে।
advertisement
ডাক বিভাগ কর্মী সৌম্য দাস চাকলাদার বলেন, ফিলাটেলি অ্যাকাউন্ট এর মাধ্যমে ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেতে পারে। অন্যদিকে সংগ্রাহক হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে যেকোনও ছাত্রছাত্রী।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 4:38 PM IST