Digital Class: চক ডাস্টার নয়! পড়ুয়াদের এবার পঠন পাঠন ডিজিটাল ক্লাসে 

Last Updated:

চক ডাস্টার নয়! পড়ুয়াদের এবার পঠন পাঠন ডিজিটাল ক্লাস শুরু হল। দৌলতাবাদ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসাতে শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তিনটি আধুনিক ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হল।

+
পড়ুয়াদের

পড়ুয়াদের এবার পঠন পাঠন ডিজিটাল ক্লাসে

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: চক ডাস্টার নয়! পড়ুয়াদের এবার পঠন পাঠন ডিজিটাল ক্লাস শুরু হল। দৌলতাবাদ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসাতে শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তিনটি আধুনিক ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হল। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এই উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে। এই প্রকল্পের ফলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির প্রতিটি ছাত্রছাত্রী এখন থেকে তাদের নিজস্ব ডিজিটাল আইডির মাধ্যমে ক্লাসের বিভিন্ন বিষয়বস্তু পড়তে পারবে। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর (A.I) সেলিম মোহাম্মদ সালেহ, দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ।
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
“এই ডিজিটাল ক্লাসরুমগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে আধুনিক শিক্ষার সুযোগ পাবে, যা তাদের বোধগম্যতা বাড়াবে এবং জয়ফুল লার্নিংকে সম্ভব করে তুলবে।”
advertisement
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামিউল ইসলাম জানান, নতুন তিনটি ডিজিটাল কম্পিউটার এবং সমৃদ্ধ লাইব্রেরির ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ছাত্রছাত্রীরা প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী হবে এবং নিজেদের ভবিষ্যৎ আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে সক্ষম হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে এই নতুন ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন ঘিরে ছিল আনন্দ ও উদ্দীপনার আবহ। শিক্ষাক্ষেত্রে এমন যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যতে দৌলতাবাদ ব্লকের অন্যান্য বিদ্যালয়ের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন সকলেই।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Digital Class: চক ডাস্টার নয়! পড়ুয়াদের এবার পঠন পাঠন ডিজিটাল ক্লাসে 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement