TET 2022 || টেট শুরুর আগেই গোলমাল, বিক্ষিপ্ত অশান্তি! জেলায় জেলায় চোখে পড়ল ভিন্ন ছবি

Last Updated:

কোথাও বায়োমেট্রিক দেরিতে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হয় অনেক দেরি করে।

কোথায় কোথায় অশান্তি?
কোথায় কোথায় অশান্তি?
#আরামবাগ: রাজ্যজুড়ে রবিবার টেট পরীক্ষা৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, এ বছর পরীক্ষা দিতে বসেছেন মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। বেলা ১২টা থেকে শুরুর সময়৷ কিন্তু তার আগেই শুরু হয় বিতর্ক৷ পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়লেন পরীক্ষার্থীরা।
বিতর্ক পরীক্ষার্থীরা সঙ্গে নিয়ে আসা ব্যাগ রাখা নিয়ে। বাইরের থেকে আসা পরীক্ষার্থীরা সকলেই কিন্তু সঙ্গে ব্যাগ নিয়ে এসেছেন। ব্যাগে কেউ খাবার নিয়ে এসেছেন, কেউ প্রয়োজনীয় কাগজপত্র৷ ব্যাগ রাখার কোনও বিকল্প ব্যবস্থা করেনি স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসন। সেই কারণে স্কুলের বাইরে টাকার বিনিময়ের ব্যাগ রাখতে হচ্ছে পরিক্ষার্থীদের। যে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা, সেন্টারে থাকা পুলিশ কর্মীদের সঙ্গেও তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাঁরা। টেট দিতে আসা পরীক্ষার্থীদের দাবি, তাঁদেরকে দশ টাকার বিনিময়ে বাইরে এক দোকানে ব্যাগ ও যাবতীয় জিনিস রাখার কথা বলেছে স্কুল কর্তৃপক্ষ৷
advertisement
আরও পড়ুন: '৫ লাখ টাকা দিলেই আগের রাতে প্রশ্ন,' টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু
অন্যদিকে বায়োমেট্রিক দেরিতে আসায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হয় অনেক দেরি করে। আগেই পর্ষদের তরফে জানানো হয়েছিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা।  এদিকে সাড়ে ১০টার পরেও দেখা যায় লম্বা লাইন আরামবাগ হাইস্কুল মাঠে। এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কিনা সেই দুশ্চিন্তায় পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। সাড়ে দশটা বেজে গেলেও বায়োমেট্রিক স্ক্যানার এসেছে পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে বারাসাত নবপল্লি বয়েজ হাইস্কুলে৷  টেটকে কেন্দ্র করে রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্ত গোলযোগের খবর পাওয়া যায় সকাল থেকে। তবে এই মুহূর্তে মোটামুটি নির্বিঘ্নেই চলছে পরীক্ষা৷
advertisement
বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET 2022 || টেট শুরুর আগেই গোলমাল, বিক্ষিপ্ত অশান্তি! জেলায় জেলায় চোখে পড়ল ভিন্ন ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement