Teachers Crisis: ঘণ্টা কে বাজাবে? জলের পাম্প কে চালাবে? পল-সায়েন্স কে পড়াবে? অচলাবস্থা স্কুলে স্কুলে

Last Updated:

Teachers Crisis: গ্রুপ ডি কর্মীর চাকরি চলে গিয়েছে, বাধ্য হয়ে ঘণ্টা বাজানো থেকে শুরু করে অন্যান্য কাজ করতে হচ্ছে বিদ্যালয়ের বাকি শিক্ষকদের।

+
ঘণ্টা

ঘণ্টা বাজাচ্ছেন শিক্ষক 

পূর্ব বর্ধমান: গ্রুপ ডি কর্মীর চাকরি চলে গিয়েছে, বাধ্য হয়ে ঘণ্টা বাজানো থেকে শুরু করে অন্যান্য কাজ করতে হচ্ছে বিদ্যালয়ের বাকি শিক্ষকদের। শিক্ষক সঙ্কটে অচলাবস্থা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকদের চাকরি বাতিলের জেরে বিদ্যালয় পরিচালনায় সমস্যায় পড়ছে কর্তৃপক্ষ।
এই বিদ্যালয়ের তিনজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে। আর এই তিন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ার পর থেকেই অচলাবস্থা শুরু হয়েছে বিদ্যালয়ে।
আরও পড়ুন: ‘আমি ওঁদের চাকরি খেয়েছি’! একের পর একজনকে চাকরি থেকে তাড়িয়ে পরে CEO যা করলেন অবিশ্বাস্য
একদিকে শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস নেওয়া, অন্যদিকে গ্রুপ ডি কর্মীর কাজ, সব মিলিয়ে অতিরিক্ত চাপ পড়েছে বাকি শিক্ষকদের উপর। চাকরিহারা গ্রুপ ডি কর্মী রনজিৎ মণ্ডল বলেন, “আমরা সব নিয়মমাফিক স্বচ্ছ ভাবে চাকরি পেয়েছিলাম। তাহলে আমাদের চাকরি গেল কেন? এখন কী করব কিছুই বুঝতে পারছি না, সব শেষ হয়ে গেল।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ব্যাগে তল্লাশি চালানো হবে’, ক্লাস ৮-৯-এর ছাত্রদের ব্যাগ থেকে যা যা উদ্ধার হল ভাবতে পারবেন না! শেষে পুলিশ ডাকতে হল, কোথায়?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসকুমার ভট্টাচার্যের কথায়, ‘উচ্চ মাধ্যমিক স্তরের পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত আর এডুকেশনের মতো তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। তাছাড়া এখনও কেউ ভলান্টেয়ারি সার্ভিস দিতে এগিয়ে আসেননি। যতটা সম্ভব বর্তমান শিক্ষক আর পার্ট টাইম টিচারদের দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে সহ-শিক্ষক প্রশান্তকুমার সাহা বলেন, “আমাদেরও খুবই সমস্যা হচ্ছে। আমরাও এভাবে কতদিন চালাতে পারব তা জানি না।”
advertisement
বর্তমানে একটা গ্রুপ ডি কর্মীর যে সব কাজ যেমন– ঘণ্টা দেওয়া,  জলের পাম্প চালানো সবই শিক্ষকদের করতে হচ্ছে। পড়ানোর ফাঁকে ফাঁকে সবরকম কাজ করতে হচ্ছে সকলকেই। তবে এই সংকট শুধু গোপালবেড়া বিদ্যালয়ে নয়, রাজ্যের আরও নানা স্কুলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সকলেই চাইছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teachers Crisis: ঘণ্টা কে বাজাবে? জলের পাম্প কে চালাবে? পল-সায়েন্স কে পড়াবে? অচলাবস্থা স্কুলে স্কুলে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement