Youth Employment: হাজার হাজার যুবক স্বাবলম্বী, বেকাররাও পাচ্ছে কাজের সুযোগ, রইল কর্মসংস্থানের হদিশ

Last Updated:

Youth Employment: জন শিক্ষণ সংস্থানের পরিচালক ইদ্রিশ খান লোকাল ১৮-কে বলেন যে, এই প্রকল্পের আওতায় ১৫ থেকে ৪৫ বছর বয়সীদের জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

News18
News18
দেশে বেকারত্বের হার ধীরে ধীরে কিছুটা হলেও কম হচ্ছে। সরকার এখন তরুণ প্রজন্মকে ব্যবসা বা কৃষিকাজে অনুদান দেয়, নানা প্রকল্পে কাজ করার উপযোগী করে তোলার জন্য পরিচালিত হয় দেশ জুড়ে একাধিক কর্মশালা। সেই সব কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করে, সরকারি অনুদান নিয়ে সহজেই জীবিকা নির্বাহের পথ উন্মুক্ত করা যায়।
ছত্তিশগড়ের সুরগুজা জেলার যুবকরা এখন তাঁদের দক্ষতার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছে। ঐতিহ্যবাহী ব্যবসা এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ এখানে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে যুবকরা কেবল কর্মসংস্থানই খুঁজে পাচ্ছে না, বরং অন্যদের কর্মসংস্থানও দিচ্ছেন। জন শিক্ষণ সংস্থান যুবকদের জন্য কত ধরনের ব্যবসার অফার করে তা দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
প্রত্যেক বিভাগের জন্য প্রশিক্ষণের সুযোগ
জন শিক্ষণ সংস্থানের পরিচালক ইদ্রিশ খান লোকাল ১৮-কে বলেন যে, এই প্রকল্পের আওতায় ১৫ থেকে ৪৫ বছর বয়সীদের জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ঐতিহ্যবাহী থেকে আধুনিক ব্যবসার অন্তর্ভুক্তি
এই প্রতিষ্ঠানটি মৃৎশিল্প, পোড়ামাটির, কাঠের কাজের মতো ঐতিহ্যবাহী শিল্পের পাশাপাশি ইলেকট্রনিক্স, সৌরশক্তি, স্মার্টফোন মেরামত এবং স্বাস্থ্যসেবার মতো আধুনিক প্রযুক্তিগত ব্যবসায় প্রশিক্ষণ প্রদান করে। এই মিশ্রণটি কেবল প্রাচীন শিল্পকেই পুনরুজ্জীবিত করছে না বরং তরুণদের জন্য আধুনিক কর্মসংস্থানের সুযোগও প্রদান করছে।
advertisement
দীপাবলি প্রদীপ বিক্রয়
পরিচালক খান বলেন যে, ইনস্টিটিউটের দীপাবলিতে প্রদীপ এবং সাজসজ্জার জিনিসপত্রের বিক্রয় খুবই উৎসাহব্যঞ্জক ছিল। তাছাড়া, কাঁচা কাঠ দিয়ে তৈরি ডাইনিং টেবিল এবং আসবাবপত্রের মতো পণ্যগুলিকে নতুন করে ডিজাইন করে বাজারে আনা হচ্ছে। যাতে ঐতিহ্যবাহী এবং মৃতপ্রায় শিল্পকলা পুনরুজ্জীবিত করা যায়।
দক্ষতা কেন্দ্রের সুবিধা
বর্তমানে, নবপাড়া (বিটিআই-এর পিছনে) জন শিক্ষণ সংস্থান প্রতিষ্ঠানে রেজিস্টার প্রক্রিয়া চলছে। এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও, উপজাতীয় যুবকদের জন্য একটি পৃথক উপজাতীয় দক্ষতা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে আগ্রহী প্রার্থীরা যে কোনও সময় রেজিস্টার করতে পারবেন।
advertisement
দক্ষতার মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে উঠছে
পরিচালক ইদ্রিশ খান বলেন যে, তাঁদের লক্ষ্য হল স্বল্পশিক্ষিত বা বেকার যুবকদের দক্ষতা প্রশিক্ষণ প্রদান এবং ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে কর্মসংস্থানের সুযোগ প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা। তিনি ব্যাখ্যা করেন যে, আজ দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের হাজার হাজার যুবক স্বাবলম্বী হয়ে উঠছেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Youth Employment: হাজার হাজার যুবক স্বাবলম্বী, বেকাররাও পাচ্ছে কাজের সুযোগ, রইল কর্মসংস্থানের হদিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement