School Reopening: বড় খবর! গরমের ছুটি শেষ, আগামী সপ্তাহেই রাজ্যে খুলছে স্কুল! 'দিনক্ষণ' জানিয়ে দিল পর্ষদ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
School Reopening || Summer Vacation: পড়ুয়াদের জন্য সুখবর। গরমের ছুটি শেষে অবশেষে খুলে যাচ্ছে রাজ্য সরকারের সব স্কুল। ৫ তারিখ থেকে সেকেন্ডারি স্কুল এবং ৭ তারিখ থেকে প্রাথমিকের স্কুল খুলছে।
কলকাতা: পড়ুয়াদের জন্য সুখবর। গরমের ছুটি শেষে অবশেষে খুলে যাচ্ছে রাজ্য সরকারের সব স্কুল। ৫ জুন থেকে সেকেন্ডারি স্কুল এবং ৭ জুন থেকে প্রাথমিকের স্কুল খুলছে। নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। গত ২রা মে থেকে রাজ্যজুড়ে দেওয়া হয়েছিল গরমের ছুটি। অবশেষে আগামী সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে খুলে যাচ্ছে স্কুল।
৫ই জুন থেকে স্কুল খোলার নির্দেশিকা জারি করা হলেও গত ২ রা মে থেকে ছুটির জন্য যে ক্লাসের ক্ষতি হয়েছে অতিরিক্ত ক্লাস করিয়ে সেই ক্ষতি মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই মর্মে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
টানা গরমের ছুটির জন্য যে ক্লাসের ক্ষতি হয়েছে, স্কুল ছুটির পরে অতিরিক্ত ক্লাস করাতে হবে বলেও শিক্ষক শিক্ষকদের বার্তা দিয়ে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলে শৃঙ্খলা মেনে চলতে হবে। টিফিন টাইমে স্কুলের স্বার্থে ব্যবহার করতে হবে। স্কুল চলাকালীন সময় স্কুলের বাইরে বেরোতে হলে অনুমতি নিতে হবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার। এই মর্মেও নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 6:39 PM IST