Success Story: দ্বিতীয় প্রচেষ্টায় বাজিমাত, UPSC-তে দারুণ রেজাল্ট করে চমকে দিলেন মাত্র ২২-এর যুবক!

Last Updated:

Success Story: প্রথম ব্যর্থতায় কখনওই থেমে যাওয়া উচিত নয় কারণ আমরা কেউ জানি না সাফল্য হয়তো পরবর্তী ধাপে অপেক্ষা করছে। সেইরকমই ঘটনা ঘটল বাড়মেরের মাত্র ২২ বছরের যুবকের সঙ্গে।

UPSC-তে দারুণ রেজাল্ট করে চমকে দিলেন মাত্র ২২-এর যুবক!
UPSC-তে দারুণ রেজাল্ট করে চমকে দিলেন মাত্র ২২-এর যুবক!
রাজস্থানঃ প্রথম ব্যর্থতায় কখনওই থেমে যাওয়া উচিত নয় কারণ আমরা কেউ জানি না সাফল্য হয়তো পরবর্তী ধাপে অপেক্ষা করছে। সেইরকমই ঘটনা ঘটল বাড়মেরের মাত্র ২২ বছরের যুবকের সঙ্গে। যিনি তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় দেশের কঠিনতম পরীক্ষা ইউপিএসসি (UPSC CSE) পাশ করলেন।
ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত বাড়মেরে চন্দ্রপ্রকাশের বাড়িতে উৎসবের পরিবেশ ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই। ৫৬২ তম স্থান পেয়েছে চন্দ্রপ্রকাশ। তাঁর এই সাফল‍্যে খুশি গোটা পরিবার এবং এলাকাবাসী। চন্দ্রপ্রকাশ বাড়মেরের জাতীয় সম্প্রদায়ের প্রথম যুবক যিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবার জন্য নির্বাচিত হয়েছেন।
advertisement
দ্য মডার্ন স্কুল, বারমেরে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ার পরে চন্দ্রপ্রকাশ তাঁর লক্ষ্য স্থির করে নেয়। তিনি প্রমাণ করেছেন যে সাফল্যের জন্য অবিরাম কঠোর পরিশ্রম করা প্রয়োজন। বাড়মের শহরের শাস্ত্রী নগরীর বাসিন্দা নরসিং দাসের ছেলে চন্দ্রপ্রকাশ দ্বিতীয়বারের প্রচেষ্টায় ইউপিএসসি পাশ করেন। বাবা নরসিং দাস আদেল পঞ্চায়েত সমিতিতে উন্নয়ন আধিকারিক পদে কর্মরত এবং মা একজন শিক্ষিকা।
advertisement
চন্দ্রপ্রকাশ বলেছেন যে তিনি দশম শ্রেণি থেকে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় যোগদান করবেন বলে মনস্থির করেছিলেন। গ্র্যাজুয়েশনের পাশাপাশি শুরু হয় সেই প্রস্তুতি। প্রতিদিন ১০ ঘণ্টা পড়াশোনার পাশাপাশি বাবার কাছে ব্যবহারিক জ্ঞানের নিতেন। অভিভাবকদের সহযোগিতার কারণে তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ইউপিএসসি পাশ করতে সফল হয়েছেন। তিনি বলেন, ‘প্রথমবারের ব্যর্থতার পর সাফল্যের অর্থ একেবারেই ভিন্ন।’
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: দ্বিতীয় প্রচেষ্টায় বাজিমাত, UPSC-তে দারুণ রেজাল্ট করে চমকে দিলেন মাত্র ২২-এর যুবক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement