Success Story: গ্রামে থেকেই লড়াই, দুই ভাই-বোন একসঙ্গে পেলেন সরকারি চাকরি! জানলে গর্ব হবে
- Reported by:Trending Desk
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
Success Story: একসঙ্গে সাফল্যের যে পথটি রচনা করেছেন, তা দেশের শত শত ভাই-বোনের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে।
সহরসা: কয়েকদিন আগেই কাটল ভাইফোঁটা। ভাই আর বোনের সম্পর্কের উদযাপনের এই উৎসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে এক ব্যতিক্রমী ভাই-বোনের গল্প। তাঁরা একসঙ্গে সাফল্যের যে পথটি রচনা করেছেন, তা দেশের শত শত ভাই-বোনের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে।
বিহারের সহরসা জেলার বনগাঁ আইএএস এবং আইপিএস অফিসারদের গ্রাম নামেও পরিচিত। এক পরিবারের জোড়া সাফল্যের কারণে এই গ্রামটি আবারও শিরোনামে। এই গ্রামের বাসিন্দা কুমারনাথ ঝার পরিবার এখন জোড়া আনন্দ অনুভব করছে। তাঁর মেয়ে শিবানী কুমারী কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এ সাব-ইন্সপেক্টর (সিপিও এসআই) হয়ে জেলার সম্মান বাড়িয়ে তুলেছেন। অন্য দিকে, তাঁর ছেলে, অংশুমান বিহার সরকারের বিদ্যুৎ বিভাগে করেসপন্ডেন্স ক্লার্ক (লেভেল ৫) পদে নির্বাচিত হয়েছেন।
advertisement
২৩ বছর বয়সি শিবানী কুমারী তাঁর তৃতীয় প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করেছেন, যার ফলে এখন তিনি সিআইএসএফ-এর জন্য নির্বাচিত জেলার প্রথম মেয়ে।
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে ২২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ UGC-র, বাংলার কোন ইউনিভার্সিটি তালিকায়?
ইউটিউব থেকে পরামর্শ নিয়েছেন
এই সাফল্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এই ভাই-বোন তাঁদের প্রস্তুতির জন্য কখনও কোনও বড় কোচিং ইনস্টিটিউটের উপর নির্ভর করেননি। সীমিত রিসোর্স থাকা সত্ত্বেও ইউটিউবকে গুরু বানিয়েছেন এবং গ্রামে থাকার সময় সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিবানী ব্যাখ্যা করেন যে, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি সাফল্য অর্জন করা সম্ভব। তিনি গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং গ্রামের কলাবতী মাঠে শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুতিও নেন।
advertisement
শিবানীর কৃতিত্ব অনুপ্রেরণাদায়ক কারণ, দুবার মেধা তালিকায় স্থান পেতে ব্যর্থ হওয়া সত্ত্বেও, তিনি হাল ছাড়েননি এবং কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছেন। যার ফলাফল এখন সকলের সামনে দৃশ্যমান। শিবানীকে সিপিও (সাব-ইন্সপেক্টর) এবং বিহার সরকারের কেরানি নিয়োগ উভয়ের জন্যই নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: আগামিকাল থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে এসআইআর শুরু, ঘোষণা করল নির্বাচন কমিশন
view commentsশিবানী এবং অংশুমানের গল্প লাখ লাখ তরুণ-তরুণীর জন্য একটি দুর্দান্ত অনুপ্রেরণা, যাঁরা বিশ্বাস করেন যে বড় শহর বা ব্যয়বহুল কোচিং ছাড়া সাফল্য অসম্ভব। তাঁদের সাফল্য দেখায় যে, সঠিক দিকনির্দেশনা, নিষ্ঠা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে, এমনকি সীমিত গ্রামের রিসোর্সের মাধ্যমেও ডিজিটাল মিডিয়া ব্যবহার করে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জন করা যেতে পারে। পরিবারটি তাঁদের সন্তানদের কঠোর পরিশ্রম এবং নিজেদের গ্রামে অর্জিত সাফল্যের জন্য গর্বিত।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2025 7:43 PM IST








