Success Story: ফুটপাতে শিঙাড়া-পকোড়া ভেজে চলে সংসার! নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হওয়ার পথে পা রেখে বাজিমাত তরুণের

Last Updated:

Success Story:৭২০-র মধ্যে ৬৬৪ পেয়ে সানি চান ডাক্তার হতে৷ তাঁর সাফল্য-পর্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নামী অনলাইন শিক্ষা সংস্থা ‘ফিজিক্সওয়ালাহ’-র অলখ পাণ্ডে৷ তারিফ করেছেন সানির পরিশ্রম ও মানসিক দৃঢ়তার৷

নয়ডা : যে দু’টি হাত শিঙাড়া ভেজে বিক্রি করে, সেই হাতেই পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন সফল হওয়ার পথে এগিয়ে যাওয়া যায়৷ এই আপাত অসম্ভবকে সম্ভব করেছেন নয়ডার যুবক সানিকুমার৷ জীবনের সব প্রতিবন্ধকতা জয় করে NEET (UG) 2024 পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷ ৭২০-র মধ্যে ৬৬৪ পেয়ে সানি চান ডাক্তার হতে৷ তাঁর সাফল্য-পর্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নামী অনলাইন শিক্ষা সংস্থা ‘ফিজিক্সওয়ালাহ’-র অলখ পাণ্ডে৷ তারিফ করেছেন সানির পরিশ্রম ও মানসিক দৃঢ়তার৷
সানি সকালে স্কুলে যেতেন৷ বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত তার ঠিকানা ছিল নয়ডার ১২ নম্বর সেক্টরে তার রাস্তার খাবারের দোকান৷ সেখানে ঠেলাগাড়িতে শিঙাড়া, পাউরুটির পকোড়া বিক্রি করেন তিনি৷ এই ছোট বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে তাঁকে৷
advertisement
advertisement
advertisement
জীবনে কিছু করার জন্য মায়ের পূর্ণ সমর্থন পেয়েছেন সানি৷ সোশ্যাল মিডিয়ায় ফিজিক্সওয়ালাহ-র কোচিং নিয়েছেন সানি৷ এখন তাঁর স্বপ্ন, সরকারি কলেজে ডাক্তারি পড়া৷ সানির নিদর্শন এখন অনেকের কাছেই অনুপ্রেরণা৷ নেটিজেনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং কুর্নিশস্রোতে ভাসছেন সানি৷ তবে অভিনন্দন স্রোতে ভেসে গিয়ে লক্ষ্যচ্যুত হতে চান না এই তরুণ৷ পা মাটিতে রেখে স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে ব্রতী তিনি৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ফুটপাতে শিঙাড়া-পকোড়া ভেজে চলে সংসার! নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হওয়ার পথে পা রেখে বাজিমাত তরুণের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement