Success Story: ইচ্ছে থাকলে সব সম্ভব! UPSC-IES পরীক্ষায় ১১২ র‍্যাঙ্ক করে প্রমাণ দিলেন বিশেষভাবে সক্ষম মানবেন্দ্র

Last Updated:

Success Story: হাঁটা, লেখা, ভারসাম্য রক্ষা-- কোনও কিছুই সহজে সম্ভব ছিল না। কিন্তু ২৪ বছর বয়সে, মানবেন্দ্র লক্ষ লক্ষ প্রার্থীর স্বপ্ন পূরণ করেছেন। যা নজিরবিহীন...

মানবেন্দ্র সিং
মানবেন্দ্র সিং
লখনউ: ছেলেবেলায় ঠিক করে পেনসিল ধরতে পারতেন না। ছিল একাধিক শারীরিক অক্ষমতা। কিন্তু সেই প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি যুবককে। জীবনযুদ্ধে সমস্ত বাধা কাটিয়ে ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি পাশ করলেন তিনি।
যখন মানবেন্দ্র সিং জন্মগ্রহণ করেন, তখন দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রেও প্রবল সতর্কতা নিয়ে চলতে হত। সেরিব্রাল পালসি ধরা পড়ে, যা একটি স্নায়বিক রোগ যা নড়াচড়া এবং পেশি নিয়ন্ত্রণকে প্রভাবিত করে, তাই শৈশব থেকেই তিনি মৌলিক সকল দক্ষতার সঙ্গে লড়াই করতেন। হাঁটা, লেখা, ভারসাম্য রক্ষা — কোনও কিছুই সহজে সম্ভব ছিল না।
advertisement
আরও পড়ুন: অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে ধুন্ধুমার! পানিহাটি উৎসবের মাঝেই যুবকের মৃ*ত্যু, গ্রেফতার ৪ 
২৪ বছর বয়সে, মানবেন্দ্র লক্ষ লক্ষ প্রার্থীর স্বপ্ন পূরণ করেছেন। তিনি তার প্রথম প্রচেষ্টায় UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা (ESE) উত্তীর্ণ হন, সর্বভারতীয় র‍্যাঙ্ক ১১২ অর্জন করেন এবং ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে (IES) নির্বাচিত হন। উত্তর প্রদেশের বুলন্দশহরে তাঁর পরিবারের জন্য, এই ফলাফল একটি দীর্ঘ, কঠিন যাত্রার সমাপ্তি – এবং আরেকটি যাত্রার সূচনা।
advertisement
advertisement
আরও পড়ুন: তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা পড়ুয়ারা কবে পাবে? বছরশেষে রাজ্য সরকারের বড় আপডেট
মানবেন্দ্রের এই সাফল্যের কাণ্ডারী তাঁর মা রেণু সিংহ। ছেলেবেলায় বাবাকে হারায় মানবেন্দ্র। একটি স্কুলের অধ্যক্ষ রেণুদেবীর উপর সংসারের দায়িত্ব। মানসিক ও আর্থিক চাপেও ভেঙে পড়েননি তিনি। তৈরি করেন ছেলেকে। মায়ের সেই কষ্ট বিফলে যেতে দেননি মানবেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ইচ্ছে থাকলে সব সম্ভব! UPSC-IES পরীক্ষায় ১১২ র‍্যাঙ্ক করে প্রমাণ দিলেন বিশেষভাবে সক্ষম মানবেন্দ্র
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement