State Eligibility Test: শুরু সেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া, অধ্যাপনার স্বপ্নপূরণ করতে জানুন বিস্তারিত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
State Eligibility Test: রাজ্যে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার জন্য আবেদন গ্রহণ পর্ব শুরু হতে চলেছে খুব শীঘ্রই। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে।
রাজ্যে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার জন্য আবেদন গ্রহণ পর্ব শুরু হতে চলেছে খুব শীঘ্রই। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে অ্যাসিট্যান্ট প্রফেসর হিসাবে যাঁরা যোগ দিতে চান তাঁদের এই পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে https://wbcsc.org.in/wbcsc/SET.aspx গিয়ে এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ B.ED স্পেশ্যাল এডুকেশন কোর্সে ভর্তি শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! হবু শিক্ষকরা এখনই আবেদন করুন
advertisement
পরীক্ষায় বসার যোগ্যতামান-
১- ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর
২- স্নাতকোত্তর কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি, ওবিসি ক্যাটেগরি ভুক্তদের স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
advertisement
৩- এই পরীক্ষায় বসার জন্য কোনও বয়সসীমা নেই।
আবেদনের পদ্ধতি-
অনলাইনে আবদেন করতে হবে।
আবেদনের সময়সীমার-
১ অগাস্ট থেকে এই পরীক্ষার জন্য আবেদনপর্ব শুরু হয়েছে। আবেদনপর্ব চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। পরীক্ষার দিন নির্ধারণ হয়েছে ১৭ ডিসেম্বর, ২০২৩।
পরীক্ষায় আবেদনের ফি-
এই পরীক্ষায় আবেদনের জন্য ১২০০ টাকা ফি জমা দিতে হবে জেনারাল ক্যাটেগরির পরীক্ষার্থীদের। ওবিসিদের ক্ষেত্রে তা ৬০০ টাকা এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে তা ৩০০ টাকা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2023 2:46 PM IST